‘শ্রমিকদের মূল্যায়নে এরশাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’
সাবেক রাষ্ট্রদূত ও সংসদের বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ বলেছেন, জাতীয় পার্টির শাসনামলে হুসেইন মুহম্মদ এরশাদ শ্রমিক শ্রেণির মানুষের যথেষ্ট মূল্যায়ন করেছেন। তাদের কাছে এরশাদ চিরস্মরণীয় হয়ে থাকবেন।
বুধবার গুলশানে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম মসীহ্ বলেন, দুঃখজনক হলো বাংলাদেশে শ্রমিকের মূল্যায়ন এখনো যথেষ্ট নয়। যারা শরীরের রক্ত পানি করে শ্রম দিয়ে উন্নয়ন করছে। যাদের শ্রমে দেশ এগিয়ে যাচ্ছে, অথচ শিল্প কারখানার বিশেষ করে গার্মেন্টস কারখানার মালিকরা তাদের মূল্যায়ন করতে এবং বেতন দিতে কার্পণ্য করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি রাহ্গির আল মাহি সাদ এরশাদ এমপি বলেন, আমরা জাতীয় পার্টির কর্মীরা মেহনতি মানুষের শ্রমের মূল্যের জন্য কোনো ধরনের আপস করব না। তাদের ভাগ্যের উন্নয়ন আমাদের উন্নয়ন এবং দেশের উন্নয়ন। তাদের দাবি আদায়ে আমরা রাজপথেও থাকব।
জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইফ মশিউর রহমান রাঙ্গা এমপি বলেন, আমাদের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ শ্রমিকদের মূল্যায়ন করেছেন। তাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। তাদের দুঃখ-কষ্টের কথা বিবেচনা করে দুটি বোনাসের ব্যবস্থা করেছিলেন। আমরা শ্রমিকদের পাশে আছি, থাকব, তাদের পক্ষে কথা বলব।
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক দেলোয়ার হোসেন। বক্তব্য দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সাবেক এমপি এমএ গোফরান, সাবেক এমপি ডা. নুরুল ইসলাম মিলন, কাজী মামুনুর রশীদ, ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম নুরু, খন্দকার মনিরুজ্জামান টিটু, মোস্তাকুর রহমান মোস্তাক, মো. জহির উদ্দিন (জহির), মুহাম্মদ ইস্রাফিল মিয়া, ওয়াহিদুজ্জামান তরুণ, মজিবুর রহমান মজিব, কামাল হোসেন, আবদুল আজিজ, মনোয়ারা তাহের মানু, সাখাওয়াত হোসেন, শাহ্ আলম, মজিবুর রহমান ডালিম।
‘শ্রমিকদের মূল্যায়নে এরশাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’
যুগান্তর প্রতিবেদন
০৩ মে ২০২৩, ১৯:৪১:২৪ | অনলাইন সংস্করণ
সাবেক রাষ্ট্রদূত ও সংসদের বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ বলেছেন, জাতীয় পার্টির শাসনামলে হুসেইন মুহম্মদ এরশাদ শ্রমিক শ্রেণির মানুষের যথেষ্ট মূল্যায়ন করেছেন। তাদের কাছে এরশাদ চিরস্মরণীয় হয়ে থাকবেন।
বুধবার গুলশানে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম মসীহ্ বলেন, দুঃখজনক হলো বাংলাদেশে শ্রমিকের মূল্যায়ন এখনো যথেষ্ট নয়। যারা শরীরের রক্ত পানি করে শ্রম দিয়ে উন্নয়ন করছে। যাদের শ্রমে দেশ এগিয়ে যাচ্ছে, অথচ শিল্প কারখানার বিশেষ করে গার্মেন্টস কারখানার মালিকরা তাদের মূল্যায়ন করতে এবং বেতন দিতে কার্পণ্য করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি রাহ্গির আল মাহি সাদ এরশাদ এমপি বলেন, আমরা জাতীয় পার্টির কর্মীরা মেহনতি মানুষের শ্রমের মূল্যের জন্য কোনো ধরনের আপস করব না। তাদের ভাগ্যের উন্নয়ন আমাদের উন্নয়ন এবং দেশের উন্নয়ন। তাদের দাবি আদায়ে আমরা রাজপথেও থাকব।
জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইফ মশিউর রহমান রাঙ্গা এমপি বলেন, আমাদের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ শ্রমিকদের মূল্যায়ন করেছেন। তাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। তাদের দুঃখ-কষ্টের কথা বিবেচনা করে দুটি বোনাসের ব্যবস্থা করেছিলেন। আমরা শ্রমিকদের পাশে আছি, থাকব, তাদের পক্ষে কথা বলব।
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক দেলোয়ার হোসেন। বক্তব্য দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সাবেক এমপি এমএ গোফরান, সাবেক এমপি ডা. নুরুল ইসলাম মিলন, কাজী মামুনুর রশীদ, ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম নুরু, খন্দকার মনিরুজ্জামান টিটু, মোস্তাকুর রহমান মোস্তাক, মো. জহির উদ্দিন (জহির), মুহাম্মদ ইস্রাফিল মিয়া, ওয়াহিদুজ্জামান তরুণ, মজিবুর রহমান মজিব, কামাল হোসেন, আবদুল আজিজ, মনোয়ারা তাহের মানু, সাখাওয়াত হোসেন, শাহ্ আলম, মজিবুর রহমান ডালিম।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023