দেশের অগ্রগতির জন্য রাজনৈতিক ঐক্য দরকার: বাবলা

 যাত্রাবাড়ি (ঢাকা) প্রতিনিধি 
০২ জুন ২০২৩, ১০:২৫ পিএম  |  অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, আমরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল করতে পারি। কিন্তু দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। 

নিজ নির্বাচনি এলাকা রাজধানীর কদমতলীতে নির্মিতব্য মেডিকেল রোড ও সংলগ্ন শাখা সড়কের উন্নয়ন কাজের সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শুক্রবার এ কথা বলেন। কদমতলীর ৫২ ও ৫৩ ওয়ার্ডে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থাসহ সড়কের সার্বিক উন্নয়ন কাজ হচ্ছে। 

সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, আশির দশকে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সহযোগিতায় ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর-কদমতলীতে যেমন ব্যাপক উন্নয়ন করেছি, ঠিক তেমনি সাড়ে নয় বছরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় শ্যামপুর-কদমতলীতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছি।

এ সময় বক্তব্য দেন, ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর হোসেন মিরু, ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রুহুল আমিন, সংরক্ষিত  আসনের কাউন্সিলর খালেদা আলম, কদমতলী থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান,  জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম শাহীন, স্বেচ্ছাসেবক লীগ কদমতলী থানার সাধারণ সম্পাদক কাজী সোহেল ও ৫২নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবুল হোসেন মিন্টু। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন