ভুল বই-সিলেবাস বাতিল চান চরমোনাই পীর
‘ভুলে ভরা বই ও সিলেবাস’ বাতিলের দাবি জানিয়েছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তিনি বলেন, ‘৯২ ভাগ মুসলমানের চিন্তাচেতনাবিরোধী সিলেবাসের মাধ্যমে জাতিকে ধর্মহীন ও নাস্তিক্যবাদী তৈরির চক্রান্ত চলছে। আমরা শিক্ষা সিলেবাস নিয়ে দীর্ঘদিন ধারাবাহিক আন্দোলন ও প্রতিবাদ করে আসছি।’
শুক্রবার সকালে রাজধানীর কাজী বশির মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দ্বিবার্ষিক নগর সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের বিগত কমিটি ভেঙে দিয়ে ২০২৩-২৪ সেশনের জন্য নতুন কমিটি করা হয়। মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমকে পুনরায় সভাপতি, মুহাম্মদ আব্দুল আউয়াল মজুমদারকে সহসভাপতি এবং ডা. মুহাম্মদ শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ঘোষণা করেন মুফতি রেজাউল করিম। পরে তিনি তাদের শপথ বাক্য পাঠ করান।
সম্মেলনে ভোটাধিকার বাস্তবায়নের লক্ষ্যে যথাসময়ে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকার গঠন করে এর অধীনে জাতীয় নির্বাচন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার হওয়া নিরপরাধ আলেম-ওলামাদের’ নিঃশর্ত মুক্তিসহ ১৩ দফা দাবি জানানো হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণের পুনর্নিবাচিত সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং পরিচালনা করেন নগর সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ ও সহপ্রচার সম্পাদক মাওলানা জিয়াউল আশরাফ।
আরও বক্তব্য দেন- দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক আশরাফ আলী আকন, নেজামে ইসলাম পার্টির মুফতি এএনএম জিয়াউল হক মজুমদার, বাংলাদেশ মুসলিম লীগের কাজী আবুল খায়ের, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, লুৎফুর রহমান শেখ প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভুল বই-সিলেবাস বাতিল চান চরমোনাই পীর
‘ভুলে ভরা বই ও সিলেবাস’ বাতিলের দাবি জানিয়েছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তিনি বলেন, ‘৯২ ভাগ মুসলমানের চিন্তাচেতনাবিরোধী সিলেবাসের মাধ্যমে জাতিকে ধর্মহীন ও নাস্তিক্যবাদী তৈরির চক্রান্ত চলছে। আমরা শিক্ষা সিলেবাস নিয়ে দীর্ঘদিন ধারাবাহিক আন্দোলন ও প্রতিবাদ করে আসছি।’
শুক্রবার সকালে রাজধানীর কাজী বশির মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দ্বিবার্ষিক নগর সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের বিগত কমিটি ভেঙে দিয়ে ২০২৩-২৪ সেশনের জন্য নতুন কমিটি করা হয়। মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমকে পুনরায় সভাপতি, মুহাম্মদ আব্দুল আউয়াল মজুমদারকে সহসভাপতি এবং ডা. মুহাম্মদ শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ঘোষণা করেন মুফতি রেজাউল করিম। পরে তিনি তাদের শপথ বাক্য পাঠ করান।
সম্মেলনে ভোটাধিকার বাস্তবায়নের লক্ষ্যে যথাসময়ে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকার গঠন করে এর অধীনে জাতীয় নির্বাচন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার হওয়া নিরপরাধ আলেম-ওলামাদের’ নিঃশর্ত মুক্তিসহ ১৩ দফা দাবি জানানো হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণের পুনর্নিবাচিত সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং পরিচালনা করেন নগর সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ ও সহপ্রচার সম্পাদক মাওলানা জিয়াউল আশরাফ।
আরও বক্তব্য দেন- দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক আশরাফ আলী আকন, নেজামে ইসলাম পার্টির মুফতি এএনএম জিয়াউল হক মজুমদার, বাংলাদেশ মুসলিম লীগের কাজী আবুল খায়ের, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, লুৎফুর রহমান শেখ প্রমুখ।