তদন্ত কমিশন চান ড. কামাল

 যুগান্তর প্রতিবেদন 
০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১২ পিএম  |  অনলাইন সংস্করণ

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, সরকার গণশুনানি ছাড়াই এক মাসের মধ্যে দুবার বিদ্যুতের দাম বাড়িয়ে গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ড. কামাল হোসেন এ দাবি করেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে মানুষের জীবন আজ অতিষ্ঠ। এর সঙ্গে সরকারের জ্বালানি খাতে সঠিক পরিকল্পনার অভাব ও ভুল সিদ্ধান্তের কারণে বারবার বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। 

দেশের জ্বালানি খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠনপূর্বক এ খাতের দুর্নীতি ও অপচয় রোধকল্পে সঠিক পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন