ক্ষমতায় গেলে কী করবেন, জানালেন কাদের সিদ্দিকী
jugantor
ক্ষমতায় গেলে কী করবেন, জানালেন কাদের সিদ্দিকী

  মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি  

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৫:১৩  |  অনলাইন সংস্করণ

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, অনেক কষ্ট করে এ দেশ স্বাধীন করেছিলাম। স্বাধীন দেশে একটু সম্মানের সঙ্গে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু এ দেশের সরকারি কর্মকর্তা এবং পুলিশ বাহিনী আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেন না। এটা খুবই দুঃখজনক।

বঙ্গবীর বলেন, আমার দল ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হবে।

শনিবার বিকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর একতা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার সভাপতি মো. আমজাদ সিকদারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন কাদের সিদ্দিকীর সহধর্মিণী বেগম নাসরিন কাদের সিদ্দিকী, তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী প্রমুখ।

ক্ষমতায় গেলে কী করবেন, জানালেন কাদের সিদ্দিকী

 মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৫ পিএম  |  অনলাইন সংস্করণ

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, অনেক কষ্ট করে এ দেশ স্বাধীন করেছিলাম। স্বাধীন দেশে একটু সম্মানের সঙ্গে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু এ দেশের সরকারি কর্মকর্তা এবং পুলিশ বাহিনী আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেন না। এটা খুবই দুঃখজনক। 

বঙ্গবীর বলেন, আমার দল ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হবে।

শনিবার বিকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর একতা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। 

কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার সভাপতি মো. আমজাদ সিকদারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন কাদের সিদ্দিকীর সহধর্মিণী বেগম নাসরিন কাদের সিদ্দিকী, তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী প্রমুখ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন