জুনে রোডমার্চ করবে গণতন্ত্র মঞ্চ
সরকার পরিবর্তনের আন্দোলনের অংশ হিসেবে জুনে রোডমার্চসহ পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।
বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচিগুলো হচ্ছে- ২৩ মে মঙ্গলবার ঢাকা দক্ষিণে ও ২৮ মে ঢাকা উত্তরে পদযাত্রা এবং ৪ জুন থেকে ৬ জুন ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোডমার্চ।
সাইফুল হক বলেন, ‘খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অগ্নিমূল্য, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানির সংকট ও দফায় দফায় মূল্যবৃদ্ধিতে দেশের সাধারণ জনগণের জীবনে চরম দুর্যোগ নেমে এসেছে। সর্বক্ষেত্রে চরম অব্যবস্থাপনা, চুরি, দুর্নীতি, সীমাহীন লুটপাট এবং অর্থপাচার দেশ ও জনগণকে এক অসহসনীয় অবস্থার দিকে ঠেলে দিয়েছে। সরকার দেশ চালাতে পারছে না- তা অত্যন্ত স্পষ্ট।’
তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, গায়ের জোরে ক্ষমতায় থাকতে সরকার দেশের জনগণ ও গণতন্ত্রের ভবিষ্যতকে বিপদগ্রস্ত করে তুলেছে। দেশের জনগণ এই অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারে না। সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনে ১৪ দফার ভিত্তিতে আমরা আন্দোলনের এই কর্মসূচি দিয়েছি।’
রাজধানীতে ২৩ মে ঢাকা দক্ষিণের পদযাত্রা জাতীয় প্রেস ক্লাব থেকে সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে শেষ হবে। ২৮ মে ঢাকা উত্তরের পদযাত্রা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বাড্ডায় গিয়ে শেষ হবে।
বেলা ১২টায় তোপখানা রোডে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সংহতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, সাকিব আনোয়ার, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, ইমরান ইমন, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, মোশাররফ হোসেন মন্টু, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বহ্নি শিখা জামালী ও আকবর খান উপস্থিত ছিলেন।
জুনে রোডমার্চ করবে গণতন্ত্র মঞ্চ
যুগান্তর প্রতিবেদন
১৭ মে ২০২৩, ১৭:৪৩:১২ | অনলাইন সংস্করণ
সরকার পরিবর্তনের আন্দোলনের অংশ হিসেবে জুনে রোডমার্চসহ পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।
বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচিগুলো হচ্ছে- ২৩ মে মঙ্গলবার ঢাকা দক্ষিণে ও ২৮ মে ঢাকা উত্তরে পদযাত্রা এবং ৪ জুন থেকে ৬ জুন ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোডমার্চ।
সাইফুল হক বলেন, ‘খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অগ্নিমূল্য, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানির সংকট ও দফায় দফায় মূল্যবৃদ্ধিতে দেশের সাধারণ জনগণের জীবনে চরম দুর্যোগ নেমে এসেছে। সর্বক্ষেত্রে চরম অব্যবস্থাপনা, চুরি, দুর্নীতি, সীমাহীন লুটপাট এবং অর্থপাচার দেশ ও জনগণকে এক অসহসনীয় অবস্থার দিকে ঠেলে দিয়েছে। সরকার দেশ চালাতে পারছে না- তা অত্যন্ত স্পষ্ট।’
তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, গায়ের জোরে ক্ষমতায় থাকতে সরকার দেশের জনগণ ও গণতন্ত্রের ভবিষ্যতকে বিপদগ্রস্ত করে তুলেছে। দেশের জনগণ এই অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারে না। সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনে ১৪ দফার ভিত্তিতে আমরা আন্দোলনের এই কর্মসূচি দিয়েছি।’
রাজধানীতে ২৩ মে ঢাকা দক্ষিণের পদযাত্রা জাতীয় প্রেস ক্লাব থেকে সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে শেষ হবে। ২৮ মে ঢাকা উত্তরের পদযাত্রা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বাড্ডায় গিয়ে শেষ হবে।
বেলা ১২টায় তোপখানা রোডে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সংহতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, সাকিব আনোয়ার, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, ইমরান ইমন, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, মোশাররফ হোসেন মন্টু, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বহ্নি শিখা জামালী ও আকবর খান উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023