যুগান্তর দুর্নীতি অনিয়মের তথ্য তুলে ধরে: এমপি আলী আজগার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৪৭:৫৭ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর বলেছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুর্নীতি অনিয়মের তথ্য তুলে ধরে যুগান্তর। জনগণের অধিকারের কথা বলে। সমাজের অন্যায় অবিচার নিষ্পেষিত মানুষের পাশে থাকে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। দেশের ১৮ কোটি মানুষের স্পন্দন হয়ে উঠেছে দৈনিক যুগান্তর।
শুক্রবার রাত ৮ টায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা প্রেস ক্লাবে যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন।
যুগান্তরের দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান মনজু। তিনি বলেন, যুগান্তর পত্রিকা ২ যুগে পদার্পণ করেছে। এই দুই যুগে দেশের কত পত্রিকা হারিয়ে গিয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যুগান্তর মানুষের মনে জায়গা করে নিয়েছে। দেশ ও জনগণের কথা বলে। সত্য প্রকাশে আপোষহীন একটি পত্রিকা যুগান্তর। দেশে এখন যুগান্তর জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। দেশের উন্নয়নে যুগান্তর এগিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক কিশোর কুমার কুণ্ডু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. রবিউল হক সুমন, দর্শনা থানার ইন্সপেক্টর (অপারেশন) নিরব হোসেন, দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের নির্বাহী পরিচালক আবু সুফিয়ান, দর্শনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আহাদ আলী মোল্লা, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এসএম ওসমান, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান যুদ্ধ, মো. হানিফ মণ্ডল, এফ এ আলমগীর, আহসান হাবিব মামুন, চঞ্চল মেহমুদ, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, আব্দুল হান্নান, আব্দুর রহমান, ফরহাদ হোসেন, ইয়াছিন জুয়েল প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যুগান্তর দুর্নীতি অনিয়মের তথ্য তুলে ধরে: এমপি আলী আজগার
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর বলেছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুর্নীতি অনিয়মের তথ্য তুলে ধরে যুগান্তর। জনগণের অধিকারের কথা বলে। সমাজের অন্যায় অবিচার নিষ্পেষিত মানুষের পাশে থাকে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। দেশের ১৮ কোটি মানুষের স্পন্দন হয়ে উঠেছে দৈনিক যুগান্তর।
শুক্রবার রাত ৮ টায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা প্রেস ক্লাবে যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন।
যুগান্তরের দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান মনজু। তিনি বলেন, যুগান্তর পত্রিকা ২ যুগে পদার্পণ করেছে। এই দুই যুগে দেশের কত পত্রিকা হারিয়ে গিয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যুগান্তর মানুষের মনে জায়গা করে নিয়েছে। দেশ ও জনগণের কথা বলে। সত্য প্রকাশে আপোষহীন একটি পত্রিকা যুগান্তর। দেশে এখন যুগান্তর জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। দেশের উন্নয়নে যুগান্তর এগিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক কিশোর কুমার কুণ্ডু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. রবিউল হক সুমন, দর্শনা থানার ইন্সপেক্টর (অপারেশন) নিরব হোসেন, দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের নির্বাহী পরিচালক আবু সুফিয়ান, দর্শনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আহাদ আলী মোল্লা, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এসএম ওসমান, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান যুদ্ধ, মো. হানিফ মণ্ডল, এফ এ আলমগীর, আহসান হাবিব মামুন, চঞ্চল মেহমুদ, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, আব্দুল হান্নান, আব্দুর রহমান, ফরহাদ হোসেন, ইয়াছিন জুয়েল প্রমুখ।