সুজানগর স্বজন সমাবেশের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সুজানগর (পাবনা) প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৫:৩৩ | অনলাইন সংস্করণ
নতুন প্রজন্মকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে ভাষার মাসে সুজানগর স্বজন সমাবেশের আয়োজনে কোমলমতি শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি অধ্যক্ষ নাদের হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চুর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
বিশেষ অতিথি ছিলেন ইউএনও মো. তরিকুল ইসলাম।
অন্যদের মাঝে বক্তব্য দেন- আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ শাহজাহান আলী, আবুল কাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সানজিদা ইয়াসমিন টুম্পা, সহকারী অধ্যাপক আবুল হাশেম, আসলাম উদ্দিন, প্রধান শিক্ষক আলাউদ্দিন, যায়যায় দিন উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী মাসুদ, রাকিবুল ইসলাম, মাকসুদুর রহমান, পৌর কাউন্সিলর জায়দুল হক, কানাডা প্রবাসী জাহিদুল ইসলাম জাহিদ, শ্রী জয়ন্ত কুমার কুণ্ডু, স্বজন সমাবেশের ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পাঠচক্র সম্পাদক আলামিন শেখ, সবুজ ও আব্দুস সবুর।
স্বাগত বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা এম এ আলিম রিপন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সুজানগর স্বজন সমাবেশের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নতুন প্রজন্মকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে ভাষার মাসে সুজানগর স্বজন সমাবেশের আয়োজনে কোমলমতি শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি অধ্যক্ষ নাদের হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চুর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
বিশেষ অতিথি ছিলেন ইউএনও মো. তরিকুল ইসলাম।
অন্যদের মাঝে বক্তব্য দেন- আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ শাহজাহান আলী, আবুল কাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সানজিদা ইয়াসমিন টুম্পা, সহকারী অধ্যাপক আবুল হাশেম, আসলাম উদ্দিন, প্রধান শিক্ষক আলাউদ্দিন, যায়যায় দিন উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী মাসুদ, রাকিবুল ইসলাম, মাকসুদুর রহমান, পৌর কাউন্সিলর জায়দুল হক, কানাডা প্রবাসী জাহিদুল ইসলাম জাহিদ, শ্রী জয়ন্ত কুমার কুণ্ডু, স্বজন সমাবেশের ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পাঠচক্র সম্পাদক আলামিন শেখ, সবুজ ও আব্দুস সবুর।
স্বাগত বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা এম এ আলিম রিপন।