ঝিনাইদহে আলোচনা সভা ও কেক কেটে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
jugantor
ঝিনাইদহে আলোচনা সভা ও কেক কেটে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  যুগান্তর প্রতিবেদন, ঝিনাইদহ  

২০ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৬:৫৬  |  অনলাইন সংস্করণ

সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তর। ইতোমধ্যে দুই যুগে পা রেখেছে। পাঠকপ্রিয় এ পত্রিকা প্রকাশের প্রথম দিন থেকে আজও পড়ে যাচ্ছেন হাজারও পাঠক।

সোমবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা প্রেস ক্লাব অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সামাজিক ও রাজনৈতিক দল, ব্যবসায়ী, শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় তাদের মনের কথাগুলো তুলে ধরেন তারা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার নবনির্বাচিত মেয়র কাইয়ুম শাহারিয়ার জাহিদী হিজল।

ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা লোটন বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের শ্রেষ্ঠ সৃষ্টি দৈনিক যুগান্তর। পত্রিকাটি তরুণ প্রবীণ নবীণ সব বয়সের পাঠক কাছে টানতে সক্ষম হয়েছে।

শিক্ষাবিদ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ (অব.) ড. বিএম রেজাউল করিম বলেন, যুগান্তর আপসহীন এবং নির্ভীক এগিয়ে যাচ্ছে। ঘুস, দুর্নীতি, নিপীড়ন,অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখছে। শুধু তাই নয়, গণমাধ্যমের স্বাধীনতা অর্জনেও পত্রিকাটি দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আব্দুল মজিদ বিশ্বাস বলেন, গণমানুষের আয়না হিসাবে যুগান্তর বস্তনিষ্ঠায় অনন্য। বড় চ্যালেঞ্জ মোকাবেলা করে সত্য কথাগুলো তুলে ধরছে পত্রিকাটি।

জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, সিটিজেন ফোরাম ঝিনাইদহের মুখপাত্র সাবেক ছাত্র নেতা ফারুক হোসেন বলেন, শুধু যুগান্তর পড়ি এবং পড়েই যাব।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অঙকুর নাট্য একাডেমির ব্যবস্থাপনা পরিচালক নাজীম উদ্দিন জুলিয়াস ও বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পরিচালক শাহীনুর আলম লিটন, রিপোর্টাস ইউনিটি ঝিনাইদহের সাধারণ সম্পাদক শাহীদুর রহমান সন্টু।

এছাড়াও জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই (ভোরের ডাক), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ সেলিম (চ্যানেল আই) যমুনা টেলিভিশনের আহমেদ নাসিম আনসারী, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মিলটন, ডেইলি অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি জাফর উদ্দিন রাজু, ঢাকা পোস্টের আব্দুল্লাহ আল মামুন, আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন সেতুসহ অনেকেই বক্তব্য রাখেন।

প্রধান অতিথি ঝিনাইদহ পৌরসভার নব নির্বাচিত মেয়র বিশিষ্ট শিল্পপতি কাইয়ুম শাহারিয়ার জাহিদী হিজল ২০০৬ সালে প্রথম পাতায় ‘হিরোক রাজা’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদের বিষয়বস্তু তুলে ধরে বলেন, দৈনিক যুগান্তর অসৎ দুর্নীতিবাজ সমাজবিরোধীদের মুখোশ খুলে দিতে পিছপা হয় না। সব সময় পত্রিকাটিতে কর্মরত সব সংবাদকর্মীদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সব শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা।

প্রাণবন্ত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান। তাকে সহযোগিতা করেন যুগান্তর কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ।

ঝিনাইদহে আলোচনা সভা ও কেক কেটে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 যুগান্তর প্রতিবেদন, ঝিনাইদহ 
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৬ পিএম  |  অনলাইন সংস্করণ

সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তর। ইতোমধ্যে দুই যুগে পা রেখেছে। পাঠকপ্রিয় এ পত্রিকা প্রকাশের প্রথম দিন থেকে আজও পড়ে যাচ্ছেন হাজারও পাঠক।

সোমবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা প্রেস ক্লাব অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সামাজিক ও রাজনৈতিক দল, ব্যবসায়ী, শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় তাদের মনের কথাগুলো তুলে ধরেন তারা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার নবনির্বাচিত মেয়র কাইয়ুম শাহারিয়ার জাহিদী হিজল।

ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা লোটন বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের শ্রেষ্ঠ সৃষ্টি দৈনিক যুগান্তর। পত্রিকাটি তরুণ প্রবীণ নবীণ সব বয়সের পাঠক কাছে টানতে সক্ষম হয়েছে।

শিক্ষাবিদ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ (অব.) ড. বিএম রেজাউল করিম বলেন, যুগান্তর আপসহীন এবং নির্ভীক এগিয়ে যাচ্ছে। ঘুস, দুর্নীতি, নিপীড়ন,অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখছে। শুধু তাই নয়, গণমাধ্যমের স্বাধীনতা অর্জনেও পত্রিকাটি দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আব্দুল মজিদ বিশ্বাস বলেন, গণমানুষের আয়না হিসাবে যুগান্তর বস্তনিষ্ঠায় অনন্য। বড় চ্যালেঞ্জ মোকাবেলা করে সত্য কথাগুলো তুলে ধরছে পত্রিকাটি।

জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, সিটিজেন ফোরাম ঝিনাইদহের মুখপাত্র সাবেক ছাত্র নেতা ফারুক হোসেন বলেন, শুধু যুগান্তর পড়ি এবং পড়েই যাব।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অঙকুর নাট্য একাডেমির ব্যবস্থাপনা পরিচালক নাজীম উদ্দিন জুলিয়াস ও বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পরিচালক শাহীনুর আলম লিটন, রিপোর্টাস ইউনিটি ঝিনাইদহের সাধারণ সম্পাদক শাহীদুর রহমান সন্টু।

এছাড়াও জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই (ভোরের ডাক), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ সেলিম (চ্যানেল আই) যমুনা টেলিভিশনের আহমেদ নাসিম আনসারী, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মিলটন, ডেইলি অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি জাফর উদ্দিন রাজু, ঢাকা পোস্টের আব্দুল্লাহ আল মামুন, আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন সেতুসহ অনেকেই বক্তব্য রাখেন।

প্রধান অতিথি ঝিনাইদহ পৌরসভার নব নির্বাচিত মেয়র বিশিষ্ট শিল্পপতি কাইয়ুম শাহারিয়ার জাহিদী হিজল ২০০৬ সালে প্রথম পাতায় ‘হিরোক রাজা’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদের বিষয়বস্তু তুলে ধরে বলেন, দৈনিক যুগান্তর অসৎ দুর্নীতিবাজ সমাজবিরোধীদের মুখোশ খুলে দিতে পিছপা হয় না। সব সময় পত্রিকাটিতে কর্মরত সব সংবাদকর্মীদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সব শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা।

প্রাণবন্ত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান। তাকে সহযোগিতা করেন যুগান্তর কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন