Logo
Logo
×

সকাল বেলার পাখি

গল্প-কার্টুন

গল্প : পাখিবন্ধু অনীক উদ্যান * লেখক : আবদুল হাই শিকদার * আঁকা : কাওছার মাহমুদ

Icon

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টাল সামলাতে না পেরে পাশের লাইট পোস্টের সাথে ঠক করে মাথা ঠুকে যায় অনীকের।

ফুটপাতে পড়ে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে কপাল থেকে।

সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই অনীকের।

বুকের মধ্যে তখন আইরাগুতি পাখিদের হাহাকার বাজতে থাকে।

সে দেখতে পায় পাখির গলায় ছুরি চালানো হচ্ছে। কাবাব তৈরি হচ্ছে।

ভয়ে দুঃখে দেশ ত্যাগ করছে পাখিরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম