|
ফলো করুন |
|
|---|---|
অন্তরেতে শুধুই তুমি, ছন্দে লিখে যাই-
কাঁচা হাতের এই লেখাটি বুঝে নিও ভাই।
কলম হাতে কাগজ সাথে লিখতে যখন চাই,
নতুন করে আশার আলো ছন্দে খুঁজে পাই।
লিখব বলে পণ করেছি ভাবার কিছু নাই,
নতুনভাবে লিখব আমি যখন যেটুক পাই।
জ্ঞানের আলোর ছোঁয়া নিতে যেমন খবর চাই,
যুগান্তরে হরহামেশা-তেমন খবর পাই।
‘সকাল বেলার পাখি’ আমার, ঘুম ভেঙেছে ভাই-
যুগান্তরে লিখব বলে, পণ করেছি তাই।
