|
ফলো করুন |
|
|---|---|
সোনালু ফুলের বনে দোয়েলের শিষ
সাদা-কালো শরীরের ভাঁজ অপরূপ
আমার জাতীয় পাখি তোরা চিনে নিস
শালিকের মতো করে থাকে না সে চুপ
ডাহুকের ডাক শুনে যদি ভাঙে ঘুম
সবুজ ধানের খেতে মেতে থাকে মন
জোনাকি পোকার রঙে রাতেরা নিঝুম
সাদা-সাদা মেঘ পরী ওড়ে সারাক্ষণ
চড়ুই ময়না টিয়া মাছরাঙা, বক
তিতির কোকিল চিল প্রিয় ঘুঘু পাখি
বিড়াল কুকুর পোষা কারো কারো সখ
আমরা সবাই মিলে একসাথে থাকি
ময়ূর মুনিয়া আর আছে টুনটুনি
মাছখেকো ঈগলের রয়েছে সুনাম
আরো কত পাখিদের গান আমি শুনি
ভুলে গেছি কত প্রিয় পাখিদের নাম।
