Logo
Logo
×

সকাল বেলার পাখি

ছড়াকবিতা

হেমন্ত মেঘ

Icon

এম এ জিন্নাহ

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শীতল হাওয়ায় হেমন্ত মেঘ ভার করেছে মুখ,

দেখতে যেন মনে হলো পাহাড় ভরা দুখ।

কিসের এত দুঃখ যে তার কিসের অভিমান,

রাত পোহালে চারদিকে পাখপাখালির গান।

সবুজ শাড়ির আঁচল ঘেরা পদ্যভূমি এই;

ভুবন সারায় নিয়ম-ধারায় তার তুলনা নেই।

মন আমেজে পদ্মজলে পাতিহাঁসের ঝাঁক;

খেতের ধারে ডানা তুলে দিচ্ছে জোরে হাঁক।

হাসনাহেনা সুবাস ছড়ায় গন্ধে সব বিভোর;

সেই বিভোরে প্রভাত এলে মা খুলে দেয় দোর।

মায়ের মুখের মিষ্টি হাসি দেখল উঠোন ঘাস,

হিম বাতাসে সব ঘাসেরা দুলছে চারিপাশ।

হেমন্ত মেঘ রাগ করো না, গাল করো না ভার;

চড়ুইভাতি খেতে দিব ধান খেতের ওপার।

শিশির জমা ধূসর গাঁয়ে একলা মাঠের পর;

হিজলডাঙার পথ পেরোলে আমার ছোট্ট ঘর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম