Logo
Logo
×

সকাল বেলার পাখি

আবিষ্কার

সিলিং ফ্যান

Icon

এনামুল হক বশির

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিলিং ফ্যান সাধারণত বিদ্যুৎচালিত একটি পাখা। ১৮৮৬ সালে জার্মান মার্কিন প্রকৌশলী ফিলিপ ডাইহল একটি বৈদ্যুতিক পাখাকে একটি সিলিং কাঠামোতে যুক্ত করে সিলিং ফ্যান তৈরি করেন। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বৈদ্যুতিক পাখার বিকাশ দেখা যায়। ১৮৯০ সালে জন ওয়েসলি এমারসন ইলেকট্রিক প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠান প্রযুক্তির উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ১৯৩০-এর দশকে ‘আট ডেকো’ ডিজাইন দেখা যায় এবং ১৯৪০-এর দশকে ক্রম্পটন গ্রিভস সিলিং ফ্যান তৈরির একটি প্রধান প্রস্তুতকারক হিসাবে আবির্ভূত হয়। ১৯৫০-এর দশকে টেবিল এবং স্ট্যান্ডফ্যান জনপ্রিয় হয়ে ওঠে। এটি ঘর বা অন্য কোনো স্থানে অথবা কলকারখানায় ব্যবহার করা হয়। এর হাব-মাউন্ট করা ঘূর্ণায়মান ব্লেডগুলোকে বায়ু সঞ্চালনের জন্য ব্যবহার হয়ে থাকে। এগুলো বাতাসের গতি বাড়িয়ে কার্যকরভাবে মানুষকে ঠান্ডা করে। পাখাগুলো বায়ুর তাপমাত্রা বা আপেক্ষিক আর্দ্রতা কমায় না, বরং, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বিপরীতে ঘামকে বাষ্পীভূত করতে সাহায্য করে এবং পরিচালনের মাধ্যমে তাপ বিনিময় বৃদ্ধি করে শীতল প্রভাব তৈরি করে। মোটর থেকে ঘর্ষণ এবং বর্জ্য তাপের কারণে ফ্যানগুলো ঘরে অল্প পরিমাণ তাপ যোগ করতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম