Logo
Logo
×

স্মরণীয়-বরণীয়

বেলাল চৌধুরী

Icon

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কবি বেলাল চৌধুরী ১৯৩৮ সালের ১২ নভেম্বর ফেনী সদর উপজেলার শর্শদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রফিকউদ্দিন আহমাদ চৌধুরী এবং মাতা মুনীর আখতার খাতুন চৌধুরানী। বেলাল চৌধুরী সাংবাদিক, প্রাবন্ধিক, অনুবাদক ও সম্পাদক হিসাবেও খ্যাতি অর্জন করেন। তাকে ষাটের দশকের কবি হিসাবে চিহ্নিত করা হয়।

ছাত্র অবস্থায় তিনি বামধারার রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে যোগ দিয়ে কারাগারেও যান। ষাট ও সত্তরের দশকে কয়েক বছর কলকাতায় বসবাসকালে সাহিত্য পত্রিকা ‘কৃত্তিবাস’ সম্পাদনায় যুক্ত হন। তিনি কলকাতা থেকে ১৯৭৪ সালে দেশে ফিরে আসেন, যোগ দেন প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে। পরে পল্লীবার্তা, সচিত্র সন্ধানী ও ভারত বিচিত্রা পত্রিকা সম্পাদনা করেন। কবিতা, গদ্য, অনুবাদ, সম্পাদনা, শিশুসাহিত্য মিলিয়ে বেলাল চৌধুরীল গ্রন্থ সংখ্যা পঞ্চাশের অধিক। তার কাব্যগ্রন্থের মধ্যে ‘নিষাদ প্রদেশে’, ‘আত্মপ্রতিকৃতি’, ‘স্থির জীবন ও নিসর্গ’, ‘জলবিষুবের পূর্ণিমা’, ‘সেলাই করা ছায়া’, ‘কবিতার কমলবনে’ উল্লেখযোগ্য। অনুবাদ করেছেন হোর্হে লুই বোর্হেস, পাবলো নেরুদা, ডিলান টমাস, অক্তাবিও পাসের মতো কবিদের লেখা। সাহিত্যে অবদানের জন্য একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ পেয়েছেন নানা সম্মাননা।

২০১৭ সালের আগস্টে কিডনিজনিত সমস্যার কারণে বেলাল চৌধুরী হাসপাতালে ভর্তি হন। তারপর থেকেই শারীরিক অবস্থা খুব খারাপ হতে থাকে। ২০১৮ সালের এপ্রিলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং ২৪ এপ্রিল ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম