বোঝা গেল জিয়াউর রহমান আওয়ামী লীগের জন্যেও অপরিহার্য: আসিফ নজরুল
যুগান্তর ডেস্ক
৩০ জানুয়ারি ২০২০, ১০:২৭:৫৪ | অনলাইন সংস্করণ
গত ২৮ জানুয়ারি সংসদ অধিবেশনে সরকারি দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য মতিয়া চৌধুরী বলেছিলেন– ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে মদ, জুয়া নিষিদ্ধ করেছিলেন। আর এ দেশে ক্যাসিনোর প্রবক্তা ছিলেন জিয়াউর রহমান। তার ছেলে তারেক রহমান লন্ডনে নিজের আয়ের উৎস দেখিয়েছেন ক্যাসিনো।’
প্রয়াত রাষ্ট্রপতিকে নিয়ে মতিয়া চৌধুরীর এমন বক্তব্যের সমালোচনা করে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
মঙ্গলবার নিজের ফেসবুক পেজে ড. আসিফ নজরুলের লেখা সেই স্ট্যাটাসটি পাঠকের উদ্দেশ্যে দেয়া হলো–
‘প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে যা খুশি অভিযোগ করে চলেছে আওয়ামী লীগ। কাল দলের বয়োবৃদ্ধ সাংসদ মতিয়া চৌধুরী বলেছেন– এ দেশে ক্যাসিনোর প্রবক্তাও নাকি ছিলেন জিয়াউর রহমান। আমরা জানি বিএনপির রাজনীতির জন্য জিয়া অপরিহার্য। কিন্তু আসলে আওয়ামী লীগের রাজনীতির জন্যও তিনি অপরিহার্য। গত ১০ বছরে আওয়ামী লীগের নেতাদের কথাবার্তা শুনলে তাই মনে হয়। ভিন্নভাবে হলেও জিয়া খুব মূল্যবান দুদলের কাছেই।’
ড. আসিফ নজরুলের এ স্ট্যাটাসে ইতিমধ্যে অসংখ্য মন্তব্য জমা পড়েছে। লাইক জমা পড়েছে ১৫ হাজারের বেশি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বোঝা গেল জিয়াউর রহমান আওয়ামী লীগের জন্যেও অপরিহার্য: আসিফ নজরুল
গত ২৮ জানুয়ারি সংসদ অধিবেশনে সরকারি দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য মতিয়া চৌধুরী বলেছিলেন– ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে মদ, জুয়া নিষিদ্ধ করেছিলেন। আর এ দেশে ক্যাসিনোর প্রবক্তা ছিলেন জিয়াউর রহমান। তার ছেলে তারেক রহমান লন্ডনে নিজের আয়ের উৎস দেখিয়েছেন ক্যাসিনো।’
প্রয়াত রাষ্ট্রপতিকে নিয়ে মতিয়া চৌধুরীর এমন বক্তব্যের সমালোচনা করে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
মঙ্গলবার নিজের ফেসবুক পেজে ড. আসিফ নজরুলের লেখা সেই স্ট্যাটাসটি পাঠকের উদ্দেশ্যে দেয়া হলো–
‘প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে যা খুশি অভিযোগ করে চলেছে আওয়ামী লীগ। কাল দলের বয়োবৃদ্ধ সাংসদ মতিয়া চৌধুরী বলেছেন– এ দেশে ক্যাসিনোর প্রবক্তাও নাকি ছিলেন জিয়াউর রহমান। আমরা জানি বিএনপির রাজনীতির জন্য জিয়া অপরিহার্য। কিন্তু আসলে আওয়ামী লীগের রাজনীতির জন্যও তিনি অপরিহার্য। গত ১০ বছরে আওয়ামী লীগের নেতাদের কথাবার্তা শুনলে তাই মনে হয়। ভিন্নভাবে হলেও জিয়া খুব মূল্যবান দুদলের কাছেই।’
ড. আসিফ নজরুলের এ স্ট্যাটাসে ইতিমধ্যে অসংখ্য মন্তব্য জমা পড়েছে। লাইক জমা পড়েছে ১৫ হাজারের বেশি।