পাপন সাহেব, এ জন্যই আপনাদের মানুষ সহ্য করতে পারে না: আসিফ নজরুল
যুগান্তর ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৮:৪৫ | অনলাইন সংস্করণ
বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তাদের একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই ছবিটিতে দেখা গেছে, বিশ্বজয়ী কিশোরদের পেছনে রেখে বিসিবি কর্মকর্তারা ছবি তুলেছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় বইছে।
বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি লেখেন, ‘পাপন সাহেব, এ জন্যই আপনাদের বহু মানুষ সহ্য করতে পারে না। বিসিবি সভাপতি হিসেবে আপনি সামনে দাঁড়িয়েছেন ঠিক আছে।’
‘কিন্তু বিশ্বজয়ী কিশোরদের পেছনে ঠেলে কীভাবে সামনে দাঁড়াল আপনার অন্য লোকজন? এমন রুচিহীন হয় কীভাবে মানুষ?’
প্রসঙ্গত গত রোববার নাক উঁচু ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে বাংলাদেশ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাপন সাহেব, এ জন্যই আপনাদের মানুষ সহ্য করতে পারে না: আসিফ নজরুল
বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তাদের একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই ছবিটিতে দেখা গেছে, বিশ্বজয়ী কিশোরদের পেছনে রেখে বিসিবি কর্মকর্তারা ছবি তুলেছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় বইছে।
বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি লেখেন, ‘পাপন সাহেব, এ জন্যই আপনাদের বহু মানুষ সহ্য করতে পারে না। বিসিবি সভাপতি হিসেবে আপনি সামনে দাঁড়িয়েছেন ঠিক আছে।’
‘কিন্তু বিশ্বজয়ী কিশোরদের পেছনে ঠেলে কীভাবে সামনে দাঁড়াল আপনার অন্য লোকজন? এমন রুচিহীন হয় কীভাবে মানুষ?’
প্রসঙ্গত গত রোববার নাক উঁচু ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে বাংলাদেশ।