'শেখ হাসিনার সাহসিকতার এক অমর মহাকাব্য হয়ে থাকবে পদ্মা সেতু'
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবল দেশপ্রেম, নেতৃত্বগুণ, সততা ও সাহসিকতার এক অমর মহাকাব্য হয়ে থাকবে পদ্মা সেতু। আমার সৌভাগ্য- মাননীয় প্রধানমন্ত্রীর একজন ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে তাঁর সফরসঙ্গী হয়ে এ স্বপ্নসারথির কালের সাক্ষী হয়ে রইলাম। যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। জয়তু শেখ হাসিনা।
পদ্মাসেতু উদ্বোধনের পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস তার ফেসবুক পোস্টে এসব কথা লেখেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে প্রমত্তা পদ্মা নদীর উপর নির্মিত দেশবাসীর বহুল কাঙ্ক্ষিত 'পদ্মা সেতু' উদ্বোধন করেন; এটি শুধুমাত্র একটি সেতুর উদ্বোধন নয়, বরং একটি স্বপ্নের উন্মোচন। মহান আল্লাহতায়ালার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি।
ইমরুল কায়েস লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বলেন, ‘সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না।’’ কন্যা শেখ হাসিনা জাতির পিতার রক্ত ও আদর্শের সুযোগ্য উত্তরসূরী। পদ্মা সেতু আলোর মুখ দেখেছে একমাত্র দেশরত্ন শেখ হাসিনার অনমনীয় দৃঢ়তার কারণে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যার প্রচন্ড আত্মপ্রত্যয় আর বিচক্ষণ নেতৃত্বে শুধু 'পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প'র যাত্রাই শুরু হয়নি; বাংলাদেশের ওপর দাতাগোষ্ঠীর ছড়ি ঘোরানো বন্ধ হয়েছে, প্রকাশ পেয়েছে জাতির নিজস্ব সক্ষমতা এবং সারাবিশ্বে উজ্জ্বলতর হয়েছে দেশের ভাবমূর্তি।
প্রধানমন্ত্রীর এই সহকারী প্রেস সচিব আরও লিখেছেন, পদ্মা সেতু কেবলমাত্র ইট-সিমেন্ট-লোহার কংক্রিটের একটি বৃহৎ অবকাঠামোই নয়, এর ব্যাপকতা আরও অনেক অ-নে-ক গভীরে; দুর্নীতির মিথ্যা অপবাদ এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে এটি আমাদের বিজয়ী হওয়ার গল্প। এ সেতু তাই পুরো জাতিকে অপমান করার প্রতিশোধও।
ইমরুল কায়েস বলেন, পাকিস্তানের বিশিষ্ট আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক, শিক্ষাবিদ ও গবেষক ড. মালিকা-ই-আবিদা খাত্তাক "Story Of Bangladesh's Padma Bridge: More Than Just A Bridge?" শিরোনামের এক আর্টিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে লিখেছেন: "The Padma Bridge bears the signature of Ms Hasina’s visionary leadership. The world got a chance to know once again the capacity of Bangladesh in the Hasina era."
'শেখ হাসিনার সাহসিকতার এক অমর মহাকাব্য হয়ে থাকবে পদ্মা সেতু'
যুগান্তর প্রতিবেদন
২৫ জুন ২০২২, ২৩:৫৮:৩১ | অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবল দেশপ্রেম, নেতৃত্বগুণ, সততা ও সাহসিকতার এক অমর মহাকাব্য হয়ে থাকবে পদ্মা সেতু। আমার সৌভাগ্য- মাননীয় প্রধানমন্ত্রীর একজন ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে তাঁর সফরসঙ্গী হয়ে এ স্বপ্নসারথির কালের সাক্ষী হয়ে রইলাম। যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। জয়তু শেখ হাসিনা।
পদ্মাসেতু উদ্বোধনের পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস তার ফেসবুক পোস্টে এসব কথা লেখেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে প্রমত্তা পদ্মা নদীর উপর নির্মিত দেশবাসীর বহুল কাঙ্ক্ষিত 'পদ্মা সেতু' উদ্বোধন করেন; এটি শুধুমাত্র একটি সেতুর উদ্বোধন নয়, বরং একটি স্বপ্নের উন্মোচন। মহান আল্লাহতায়ালার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি।
ইমরুল কায়েস লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বলেন, ‘সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না।’’ কন্যা শেখ হাসিনা জাতির পিতার রক্ত ও আদর্শের সুযোগ্য উত্তরসূরী। পদ্মা সেতু আলোর মুখ দেখেছে একমাত্র দেশরত্ন শেখ হাসিনার অনমনীয় দৃঢ়তার কারণে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যার প্রচন্ড আত্মপ্রত্যয় আর বিচক্ষণ নেতৃত্বে শুধু 'পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প'র যাত্রাই শুরু হয়নি; বাংলাদেশের ওপর দাতাগোষ্ঠীর ছড়ি ঘোরানো বন্ধ হয়েছে, প্রকাশ পেয়েছে জাতির নিজস্ব সক্ষমতা এবং সারাবিশ্বে উজ্জ্বলতর হয়েছে দেশের ভাবমূর্তি।
প্রধানমন্ত্রীর এই সহকারী প্রেস সচিব আরও লিখেছেন, পদ্মা সেতু কেবলমাত্র ইট-সিমেন্ট-লোহার কংক্রিটের একটি বৃহৎ অবকাঠামোই নয়, এর ব্যাপকতা আরও অনেক অ-নে-ক গভীরে; দুর্নীতির মিথ্যা অপবাদ এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে এটি আমাদের বিজয়ী হওয়ার গল্প। এ সেতু তাই পুরো জাতিকে অপমান করার প্রতিশোধও।
ইমরুল কায়েস বলেন, পাকিস্তানের বিশিষ্ট আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক, শিক্ষাবিদ ও গবেষক ড. মালিকা-ই-আবিদা খাত্তাক "Story Of Bangladesh's Padma Bridge: More Than Just A Bridge?" শিরোনামের এক আর্টিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে লিখেছেন: "The Padma Bridge bears the signature of Ms Hasina’s visionary leadership. The world got a chance to know once again the capacity of Bangladesh in the Hasina era."
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023