৩০০ কোটি টাকার ডিবিএইচ জিরো কুপন বন্ড সম্পন্নের ঘোষণা ইউসিবি ইনভেস্টমেন্টের

 সংবাদ বিজ্ঞপ্তি 
২৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৭ পিএম  |  অনলাইন সংস্করণ

৩০০ কোটি টাকা মূল্যের ডিবিএইচ জিরো কুপন বন্ড সফলভাবে সম্পন্ন করার ঘোষণা দিল ইউসিবি ইনভেস্টমেন্ট।

গত ২২ সেপ্টেম্বর রাজধানীর বনানীস্থ শেরাটন হোটেলে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ডিবিআইচ জিরো কুপন বন্ডের এরেঞ্জার হিসেবে একটি অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে ৩০০ কোটি টাকা মূল্যের বন্ডটির সমাপনী ঘোষণা করা হয়।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি দেশের বেসরকারি খাতে হাউজিং ফাইন্যান্স ইনস্টিটিউশনের একটি অন্যতম  বিশেষায়িত প্রতিষ্ঠান। 
এই বন্ড ইস্যুর মাধ্যমে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ৩০০ কোটি টাকা সংগ্রহ করেছে, যা দেশের আবাসন অর্থায়ন সম্প্রসারণে কাজে লাগবে।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান নাসির এ চৌধুরী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদরী, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর,  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশের বন্ড মার্কেট প্রধানত সরকারী ট্রেজারি বন্ড এবং ব্যাংক ও এনবিএফআই কর্তৃক ইস্যুকৃত বন্ডগুলোর প্রাধান্য রয়েছে। দেশের চলমান করোনা অভিঘাত এবং মুদ্রাবাজারে নানাবিধ টানাপোড়নের মধ্যেও ডিবিএইচ এর বন্ডটি ইস্যুয়ার কোম্পানী ও এরেঞ্জারের নিরলস প্রচেষ্টার ফলে যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, কোন ব্যাংকের ইনভেস্টমেন্ট  ছাড়াই শুধুমাত্র বিভিন্ন করপোরেট,  ইন্সুরেন্স কোম্পানি, এসেট ম্যানেজমেন্ট  কোম্পানি ও ব্যাক্তিবিশেষের বিনিয়োগের মাধ্যমে এই বন্ডটি সফলভাবে সমাপ্ত হয়েছে যা বাংলাদেশ  ক্যাপিটাল মার্কেটের জন্য একটি মাইলফলক।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন