নিজেকে বিয়ে করে পরদিনই বিচ্ছেদ ঘোষণা তরুণীর!
সোশ্যাল মিডিয়া টুইটারে সোফি মউরে নামে এক তরুণী নিজেকে নিজে বিয়ে করার পরদিনই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।
গেল ফেব্রুয়ারি মাসে সোফি মউরে নিজেই বিয়ের কথা জানান। বিয়ের সাদা পোশাক পরা ছবি শেয়ার করেন।
ছবির ক্যাপশনে সোফি স্প্যানিশ ভাষায় লেখেন, আজকে আমার জীবনের সবচেয়ে বড় দিন! বিয়ের পোশাক কিনেছি, নিজের হাতে বিয়ের কেকও বানিয়েছি।
টুইটারে এই ছবি দেওয়ার পর চর্চা শুরু হয়। নেটিজেনরা সোফিকে শুভেচ্ছা জানালেও অনেকেই বলছেন, এটি প্রচারে থাকার থাকার কৌশল।
তবে বিয়ের পরদিনই বিচ্ছেদের কথা ঘোষণা করেন সোফি। তিনি লেখেন, আমার বিবাহবিচ্ছেদ চাই। এক দিন আগেই আমি নিজেকে বিয়ে করেছি। তবে বিয়ে বিষয়টি আমি আর নিতে পারছি না!
actualización: voy un día casada conmigo y no me aguanto más, estoy viendo como es el tema del divorcio por las dudas https://t.co/0qyOtwDiH3
— Sofi ? (@sofimaure07) February 20, 2023
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিজেকে বিয়ে করে পরদিনই বিচ্ছেদ ঘোষণা তরুণীর!
সোশ্যাল মিডিয়া টুইটারে সোফি মউরে নামে এক তরুণী নিজেকে নিজে বিয়ে করার পরদিনই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।
গেল ফেব্রুয়ারি মাসে সোফি মউরে নিজেই বিয়ের কথা জানান। বিয়ের সাদা পোশাক পরা ছবি শেয়ার করেন।
ছবির ক্যাপশনে সোফি স্প্যানিশ ভাষায় লেখেন, আজকে আমার জীবনের সবচেয়ে বড় দিন! বিয়ের পোশাক কিনেছি, নিজের হাতে বিয়ের কেকও বানিয়েছি।
টুইটারে এই ছবি দেওয়ার পর চর্চা শুরু হয়। নেটিজেনরা সোফিকে শুভেচ্ছা জানালেও অনেকেই বলছেন, এটি প্রচারে থাকার থাকার কৌশল।
তবে বিয়ের পরদিনই বিচ্ছেদের কথা ঘোষণা করেন সোফি। তিনি লেখেন, আমার বিবাহবিচ্ছেদ চাই। এক দিন আগেই আমি নিজেকে বিয়ে করেছি। তবে বিয়ে বিষয়টি আমি আর নিতে পারছি না!
actualización: voy un día casada conmigo y no me aguanto más, estoy viendo como es el tema del divorcio por las dudas https://t.co/0qyOtwDiH3
— Sofi ? (@sofimaure07) February 20, 2023