Logo
Logo
×

আন্তর্জাতিক

‘নজিরবিহীন’ বন্যায় প্লাবিত আর্জেন্টিনার বন্দর নগরী, মৃত বেড়ে ১৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০২:১৪ পিএম

‘নজিরবিহীন’ বন্যায় প্লাবিত আর্জেন্টিনার বন্দর নগরী, মৃত বেড়ে ১৩

ছবি: সংগৃহীত

আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কা। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া বন্যার পানিতে ভেসে নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। 

রোববার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স২৪। 

দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ বলেছেন, বাহিয়া ব্লাঙ্কা ‘ধ্বংসপ্রাপ্ত’ হয়েছে।  বন্যার পানিতে হাসপাতালের কক্ষগুলো পানিতে তলিয়ে গেছে।  আশপাশের এলাকাগুলো দ্বীপে পরিণত হয়েছে এবং শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।  শুক্রবার এ সংখ্যা ১০ জন ছিল।

মেয়রের কার্যালয় জানিয়েছে, রাজধানী বুয়েনস আইরেস থেকে ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সাড়ে তিন লাখ বাসিন্দার এই শহলে আরও হতাহতের আশঙ্কা আছে। 

প্রাদেশিক নিরাপত্তামন্ত্রী জাভিয়ের আলোনসো বলেছেন, ‘শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়।  মাত্র আট ঘণ্টার মধ্যে ওই অঞ্চলে ৪০০ মিলিমিটার (১৫.৭ ইঞ্চি) এরও বেশি বৃষ্টি হয়েছে।  পুরো বছলে বাহিয়া ব্লাঙ্কায় যে পরিমাণ বৃষ্টি হয় এটি তার সমান। ’ এ বৃষ্টিপাতকে ‘নজিবিহীন’ বলেও উল্লেখ করেন তিনি।

বুয়েনস আইরেসের পাশের ইতুজাইঙ্গো শহরের পরিবেশ নীতির পরিচালক ডুফোর্গ বলেন ‘চরম আবহাওয়ার ঘটনা ‘জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট উদাহরণ। ’

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, এটি চলতেই থাকবে... শহরগুলোকে প্রস্তুত করা, নাগরিকদের শিক্ষিত করা ও কার্যকর আগাম সতর্কতাব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের আর কোনও বিকল্প নেই। ’

মেয়রের কার্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার বাস্তুচ্যুতদের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম