Logo
Logo
×

খেলা

ছন্দে থেকেও এশিয়া কাপে নেই রবিন

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১০:০১ পিএম

ছন্দে থেকেও এশিয়া কাপে নেই রবিন

মাহফিজুল হক রবিন। সংগৃহীত ছবি

নভেম্বরের মাঝামাঝিতে কাতারে বসবে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট। মঙ্গলবার (৪ নভেম্বর) টুর্নামেন্টের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে বিসিবি। তবে ওই দলে সুযোগ পাননি মাহফিজুল হক রবিন। 

সাম্প্রতিক সময়ে ছন্দে থেকেও ইমার্জিং এশিয়া কাপে তার জায়গা না পাওয়া খানিকটা অপ্রত্যাশিতই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ দলের হয়ে রবিন সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। চলমান এনসিএলের দ্বিতীয় রাউন্ডেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। সবমিলিয়ে ব্যাট হাতে বেশ ভালো ফর্মে আছেন রবিন। এমন ছন্দে থাকলেও কেন জায়গা হল না রবিনের? 

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘চারজন দৌড়ালে এখানে সবাই প্রথম হবে না। কেউ কেউ ক্লোজ থাকে। রবিন স্ট্যান্ডবাই তালিকায় রয়েছে। স্ট্যান্ডবাই তালিকায় থাকা মানে খুব কাছেই রয়েছে দলের।’

গাজী আশরাফ বলেন, ‘শুধু রবিন না। যারাই পারফরম্যান্স করছে সবার দিকে চোখ রয়েছে। কেউ হারিয়ে যাবে না। একটা পজিশনের জন্য তো আসলে আমি অধিক কাউকে নিতে পারি না। আমার কাছে মনে হয়েছে টি-টোয়েন্টির জন্য যাদের নিয়েছি তারা স্ট্রাইকরেট বা অন্যান্য দিক থেকে ভালো চয়েজ।’

সবশেষ এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটেও রান করেছিলেন রবিন। ১৩৯ স্ট্রাইকরেটে ব্যাট করে আনেন ১৯৪ রান। প্রধান নির্বাচক মনে করেন, সাদা বলে আরো ভালো পারফর্ম করলে অবশ্যই রবিন সুযোগ পাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম