হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও শ্রীলংকার ব্যাটিং বিপর্যয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তান সফরে হালে পানি পাচ্ছে না শ্রীলংকা ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় টানা হারে আগেই সিরিজ হাতছাড়া করেছে লংকানরা।
আজ রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে নেমেও চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি সফরকারীরা। মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদির গতি আর তরুণ রিস্ট স্পিনার ফয়সাল আকরামের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ৪৫.২ ওভারে ২১১ রানেই অলআউট হয় শ্রীলংকা।
দলের হয়ে হয়ে ৬৫ বলে দুই বাউন্ডারিতে সর্বোচ্চ ৪৮ রান করেন সাদিরা সামারাবিক্রমা। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। দুটি করে উইকেট নেন হারিস রউফ ও ফয়সাল আকরাম।
রোববার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলংকা। ৮.১ ওভারে উদ্বোধনী জুটিতে ৫৫ রান স্কোর বোর্ডে যোগ করে সাজঘরে ফেরেন পাথুম নিশাঙ্কা। তিনি হারিস রউফের বলে বোল্ড হওয়ার আগে ২৭ বলে চার বাউন্ডারিতে ২৪ রান করেন।
দলীয় ৬৯ রানে ফেরেন আরেক ওপেনার কামিল মিশ্রা। তিনি ৩০ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করে আউট হন। দলীয় ১১২ ও ১২৩ রানে আউট হয়েছেন কুশাল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস।
অধিনায়ক কুশাল মেন্ডিস ৫৪ বলে ৩ বাউন্ডারিতে ৩৪ রান করলেও ৯ বলে ১০ রানের বেশি করতে পারেননি কামিন্দু মেন্ডিস। এরপর দলের হয়ে একাই লড়াই করে যান সাদিরা সামারাবিক্রমা। তিনি সর্বোচ্চ ৪৮ রান করেন।
