Logo
Logo
×

খেলা

নেইমার কি বিশ্বকাপ দলে জায়গা পাবেন, যা বললেন ব্রাজিল কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ এএম

নেইমার কি বিশ্বকাপ দলে জায়গা পাবেন, যা বললেন ব্রাজিল কোচ

সংগৃহীত

আগের ৩ বিশ্বকাপে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের নিউক্লিয়াস ছিলেন নেইমার। তবে এবার পরিস্থিতিটা বেশ আলাদা। ২০২৩ সালের পর চোটের কারণে আর ব্রাজিল দলে খেলা হয়নি তার। ২০২৬ বিশ্বকাপের আগে তাই প্রশ্ন উঠছে, নেইমার কি বিশ্বকাপ দলে জায়গা পাবেন?

এই প্রশ্নের জবাবটা দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি যা জানিয়েছেন, তাতে নেইমারের খানিকটা অস্বস্তিই হওয়ার কথা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নেইমার এখন আর অটো চয়েস নন। বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে কোন খেলোয়াড়ের নাম বা সুনামের চেয়ে ফর্মই গুরুত্ব পাবে। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানালেন, নেইমার দলে থাকবেন কি না, তা নির্ভর করবে তার পারফরমেন্সের ওপর।

আনচেলত্তি বলেন, ‘যদি আমরা নেইমারের কথা বলি, তাহলে অন্য খেলোয়াড়দের কথাও বলতে হবে। ব্রাজিল হতে পারে নেইমারকে নিয়ে কিংবা নেইমারকে বাদ দিয়েও। আমরা চূড়ান্ত দল দেব মার্চের ফিফা সূচির পর।’

তিনি আরও বলেন, এখনই নেইমারকে কেন্দ্র করে আলোচনা শুরু করার সময় নয়। বিশ্বকাপ হবে জুনে। তিনি দল ঠিক করবেন মে মাসে। তার ভাষায়, ‘আমি পরিষ্কার করে বলতে চাই আমরা এখন ডিসেম্বর মাসে আছি। বিশ্বকাপ হবে জুনে। আমি দল ঠিক করব মে মাসে। যদি নেইমার দলে থাকার যোগ্যতা দেখাতে পারে, যদি সে ভালো থাকে এবং অন্যদের চেয়ে ভালো হয়, তাহলে সে খেলবে। এখানে আমার কারও প্রতি কোনো দেনা নেই।’

দীর্ঘদিন ধরেই চোটে ভুগছেন নেইমার। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলা এই তারকা শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেটাও প্রশ্ন। তবুও আনচেলত্তি জানিয়ে দিলেন, ব্রাজিলের ফোকাস পুরো দলকে কেন্দ্র করে। তারা গ্রুপ সিতে খেলবে মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতির বিপক্ষে। সেখানে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম