Logo
Logo
×

খেলা

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে-কখন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে-কখন?

২০২৬ বিশ্বকাপে কে কোন গ্রুপে আছে, তা জানা হয়ে গেছে গত শুক্রবার রাতে। আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে প্রতিযোগিতার জে গ্রুপে। অস্ট্রিয়া, আলজেরিয়া আর জর্ডানকে নিয়ে গড়া তাদের গ্রুপকে ‘সহজ’ বলেও আখ্যা দিয়ে দিয়েছেন অনেকেই।

তবে উলটো কথা বলছে ফুটবলের পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট অপ্টা। তাদের পাওয়ার র‍্যাঙ্কিং অনুযায়ী ফিফা বিশ্বকাপ ২০২৬–এর সবচেয়ে শক্তিশালী গ্রুপ হিসেবে উঠে এসেছে গ্রুপ জে। ১২টি গ্রুপের মধ্যে পরিসংখ্যান বলছে, এটাই টুর্নামেন্টের ‘গ্রুপ অব ডেথ’।

গ্রুপ জে-র চার দলের গড় রেটিং ৭৭.১। এই গড় এত বেশি হওয়ার মূল কারণ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল অপ্টার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছে। তাদের রেটিং ৯৭.৮। তবে গ্রুপে আরও দুই দল আছে যারা র‍্যাঙ্কিংয়ে ৩১ বা তারও উপরে অবস্থান করছে।

অস্ট্রিয়ার পাওয়ার রেটিং ৭৫.৩। পরিসংখ্যান অনুযায়ী তারা গ্রুপের দ্বিতীয় শক্তিশালী দল। তাদের পরে আছে আলজেরিয়া, যাদের রেটিং ৭২.২।

গ্রুপের সবচেয়ে নিচে আছে জর্ডান। তাদের রেটিং ৬৩.১ এবং র‌্যাঙ্কিং ৫৮। চার দলের গড় র‌্যাঙ্কিং দাঁড়িয়েছে ২৯.৩।

এই গ্রুপের ম্যাচগুলো কবে কখন, এক নজরে দেখে নেওয়া যাক—

জে গ্রুপ : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান

১৬ জুন- অস্ট্রিয়া বনাম জর্ডান- সানফ্রান্সিসকো বে এরিয়া (সকাল ১০টা)

১৭ জুন- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া- কানসাস সিটি (সকাল ৭টা)

২২ জুন- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া- ডালাস (রাত ১১টা)

২৩ জুন- জর্ডান বনাম আলজেরিয়া- সানফ্রান্সিসকো বে এরিয়া (সকাল ৯টা)

২৮ জুন- জর্ডান বনাম আর্জেন্টিনা- ডালাস (সকাল ৮টা)

২৮ জুন- আলজেরিয়া বনাম অস্ট্রিয়া- কানসাস সিটি (সকাল ৮টা)


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম