Logo
Logo
×

খেলা

৪৮ রানেই ৩ উইকেট হারাল ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

৪৮ রানেই ৩ উইকেট হারাল ভারত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে কঠোর সমালোচনার মুখে পড়ে যাওয়া ভারত; ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় লাভ করে। 

আজ থেকে শুরু হয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কটকের বারাবতী স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা।

প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে ভারত। ৬.৩ ওভারে স্কোর বোর্ডে মাত্র ৪৮ রান জমা করতেই ভারত হারিয়ে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট।

ইনিংসের তৃতীয় বলেই ফেরেন ওপেনার শুভমান গিল (৪)। ২.৪ ওভারে দলীয় ১৭ রানে ফেরেন ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি আউট হন ১১ বলে ১২ রান করেন। আরেক ওপেনার অভিষেক শর্মা ফেরেন ১২ বলে ১৭ রান করে।

৪৮ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের বিদায়ে চাপে পড়ে যাওয়া দলকে বড় পুঁজি উপহার দিতে লড়াই করছেন তিলক ভার্মা ও অক্ষর প্যাটেল।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম