বিরাট কেন ছুটিতে?

 যুগান্তর ডেস্ক 
০৮ নভেম্বর ২০১৮, ০৪:১১ পিএম  |  অনলাইন সংস্করণ
বিরাট কেন ছুটিতে?
বিরুস্কা দম্পতি। ছবি: সংগৃহীত

স্ত্রী আনুশকাকে নিয়ে এ মুহুর্তে ছুটি উপভোগ করছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজে খেলছেন না এ ভারতীয় ব্যাটিং জায়ান্ট।

বিষয়টি নিয়ে ভারতীয় মিডিয়ায় নানা বির্তকের জন্ম দিয়েছে।

কেননা ব্যাটে বলে সময়টা দারুন যাচ্ছিল কোহলির। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সম্প্রতি হয়ে যাওয়া ওয়ানডে সিরিজে টানা তিনটি সেঞ্চুরি করেছেন তিনি।

দুদার্ন্ত গতিতে ১০ হাজারী ক্লাবে ঢুকে পড়েছেন। টেস্ট সিরিজেও দেখিয়েছেন নিজের ব্যাটিং কারিশমা।

নেই কোনো ইঞ্জুরি। তবু টি-টুয়েন্টি ফরমেটে দুইবারের ওয়ার্ল্ডকাপ চ্যাম্পিয়নের বিপক্ষে বিশ্রামে রাখা হয়েছে তাকে।

প্রশ্ন উঠেছে পোলার্ড, রাসেলদের মতো টি-টুয়েন্টি স্পেশালিস্টদের বিপক্ষে ফর্মের তুঙ্গে থাকা বিরাট কেন অবসরে?

এদিকে ভারতীয় মিডিয়ার খবর, আপাতত হাতে কোনো ছবির কাজ নিচ্ছেন না বিরাট পত্মী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। নতুন বছরের কোনো প্রজেক্টে সই করেনটি আনুশকা।  

ছুটিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে দেরাদুনে আনুশকার পারিবারিক গুরু মহারাজ অনন্ত বাবার সঙ্গে দেখা করেও এসেছেন বিরাট।

কোনো শুভ কাজের আগে এই গুরুর সঙ্গে দেখা করে থাকেন আনুশকা এবং বিরাট। বিয়ের সময়ও তাই করেছেন তারা।

তাহলে কোন শুভ কাজের খবর দিতে গিয়েছেন এ তারকা দম্পতি?

এমন প্রশ্নে সন্দেহর দানা বেঁধেছে ভক্তদের মনে।

তবে কী বাবা হতে চলেছেন বিরাট কোহলি! এ কারণেই কী ক্রিকেটকে আপাতত ছুটি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক!

কেননা আনুশকার ঘনিষ্ঠরা একই কথাই বলাবলি করছেন।

 

 

 

 

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন