আফ্রিদির ব্যাটে ঝড়, ১৪ বলে ফিফটি
টি-টেন ক্রিকেট টুর্নামেন্টেরকোয়ার্টার ফাইনালে শহীদ আফ্রিদির ব্যাটিং ঝড়ে ফাইনালে পাখতুন্স। মাত্র ১৭ বলে সাত ছয় এবং তিন চারের সাহায্যে ৫৯ রান করেন পাখতুন্সের অধিনায়ক আফ্রিদি।
১৪ বলে ফিফটি তুলে নেন আফ্রিদি। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে ১২ বলে ফিফটির রেকর্ড গড়েন ভারতের তারকা ক্রিকেটার যুবরাজ সিং।
শনিবার সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে টস জিতে পাখতুন্সকে প্রথমে ব্যাটিং পাঠায় নর্দান ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫ রানে ফেরেন ওপেনার ক্যামেরন ডেলপোট।
দলীয় ৯ রানে উইকেট হারিয়ে শুরুতে বিপদে পড়ে যাওয়া পাখতুন্স, শেষ পর্যন্ত আফ্রিদির ১৭ বলের অপরাজিত ৫৯ রানে ভর করে ১০ ওভারে ৫ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে। এছাড়া ১০ বলে ২২ রান করেন শফিকুল্লাহ।
টার্গেট তাড়া করতে নেমে ১৫ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় নর্দান ওয়ারিয়র্স। তবে চার নম্বর পজিশনে ব্যাটিং নামা কিয়েরন পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখে দলটি।
শেষ দিকে রান রেট বেড়ে যাওয়ায় তার একার পক্ষে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়া সম্ভব হয়নি। ৩৫ বলে ৯টি ছক্কা এবং চারটি চারের সাহায্যে অপরাজিত ৮০ রান করেন পাওয়েল। ১৩ রানে জয় নিয়ে ফাইনালে চলে যায় পাখতুন্স। তবে হেরে গেলেও দুশ্চিন্তা নেই নর্দান ওয়ারিয়র্সের। আগেই ফাইনাল নিশ্চিত করে দলটি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আফ্রিদির ব্যাটে ঝড়, ১৪ বলে ফিফটি
টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে শহীদ আফ্রিদির ব্যাটিং ঝড়ে ফাইনালে পাখতুন্স। মাত্র ১৭ বলে সাত ছয় এবং তিন চারের সাহায্যে ৫৯ রান করেন পাখতুন্সের অধিনায়ক আফ্রিদি।
১৪ বলে ফিফটি তুলে নেন আফ্রিদি। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে ১২ বলে ফিফটির রেকর্ড গড়েন ভারতের তারকা ক্রিকেটার যুবরাজ সিং।
শনিবার সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে টস জিতে পাখতুন্সকে প্রথমে ব্যাটিং পাঠায় নর্দান ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫ রানে ফেরেন ওপেনার ক্যামেরন ডেলপোট।
দলীয় ৯ রানে উইকেট হারিয়ে শুরুতে বিপদে পড়ে যাওয়া পাখতুন্স, শেষ পর্যন্ত আফ্রিদির ১৭ বলের অপরাজিত ৫৯ রানে ভর করে ১০ ওভারে ৫ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে। এছাড়া ১০ বলে ২২ রান করেন শফিকুল্লাহ।
টার্গেট তাড়া করতে নেমে ১৫ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় নর্দান ওয়ারিয়র্স। তবে চার নম্বর পজিশনে ব্যাটিং নামা কিয়েরন পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখে দলটি।
শেষ দিকে রান রেট বেড়ে যাওয়ায় তার একার পক্ষে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়া সম্ভব হয়নি। ৩৫ বলে ৯টি ছক্কা এবং চারটি চারের সাহায্যে অপরাজিত ৮০ রান করেন পাওয়েল। ১৩ রানে জয় নিয়ে ফাইনালে চলে যায় পাখতুন্স। তবে হেরে গেলেও দুশ্চিন্তা নেই নর্দান ওয়ারিয়র্সের। আগেই ফাইনাল নিশ্চিত করে দলটি।