স্পোর্টস ডেস্ক ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৬ | অনলাইন সংস্করণ
চতুর্থ দিনে বাংলাদেশের লক্ষ্য শ্রীলংকাকে দ্রুত গুটিয়ে দেয়া। দারুণ খেলতে থাকা রোশেন সিলভাকে ফিরিয়ে সেই লক্ষ্য পূরণে জ্বালানি যোগালেন মেহেদী হাসান মিরাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত লংকানদের সংগ্রহ ৪ উইকেটে ৫৫৭। এতে সফরকারীদের লিড দাঁড়িয়েছে ৪৪। দিনেশ চান্দিমাল ৬৫ ও নিরোশান ডিকভেলা ৩ রান নিয়ে ব্যাট করছেন।
৩ উইকেটে ৫০৪ রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নামে শ্রীলংকা। সিলভা ৮৭ ও চান্দিমাল ৩৭ রান নিয়ে খেলা শুরু করেন। সকালেই সেঞ্চুরি তুলে নেন সিলভা। ২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চিুরি। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে ফেরেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। ফেরার আগে খেলেন ৬ চার ও ১ ছক্কায় ১০৯ রানের নান্দনিক ইনিংস।
রোশেনের পর ফিফটি তুলে নেন চান্দিমাল। এটি অধিনায়কের ক্যারিয়ারের ১৬তম হাফসেঞ্চুরি।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯