অধিনায়ককে ছাড়াই প্রথম ম্যাচ খেলবে সাকিবরা!
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কাঁধে ব্যথা পেয়েছিলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেনউইলিয়ামসন। সে ব্যথার রেশ এখনো বহাল রয়েছে।যার কারণে আইপিএলে শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচে তাকে না পাওয়ার আশংকা রয়েছে। তার জায়গায় নেতৃত্ব দিতে পারেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার।হায়দরাবাদের কোচ টম মুডি এসব তথ্য নিশ্চিত করেছেন।
আইপিএলের গত আসরে তার অধীনেই রানারআপ হয়েছিলেন সাকিব আল হাসানরা।এবারের আসরেও সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব করবেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন।
তিনি বলেন, ‘উইলিয়ামসন একজন বিশ্বমানের অধিনায়ক। বিশ্ব ক্রিকেটের সবাই তার অধিনায়কত্বের প্রশংসা করে। এছাড়া গত আসরে আমাদের হয়ে দারুণ অধিনায়কত্ব করেছে। আমাদের প্রত্যাশা, এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।’
হায়দরাবাদের কোচ মুডি বলেন, ‘উইলিয়ামসনের ইনজুরিটা দীর্ঘ সময়ের নয়। আমরা ম্যাচের দিন ঠিক করবো সে খেলবে কি-না। তবে উইলিয়ামসন খেলতে না পারে তাহলে আমি কোনো সমস্যা দেখছি না। সেক্ষেত্রে আমাদের সহ-অধিনায়ক ভুবনেশ্বর এ সময়ে অধিনায়কত্ব সামলাবেন।’
ইতিমধ্যে হায়দরাবাদে যোগ দিয়েছেন সাকিব। ম্যাচ খেলতে সতীর্থদের সঙ্গে রয়েছেন কলকাতায়। ইডেন গার্ডেনে হবে দুই দলের লড়াই।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো হায়দরাবাদের হয়ে খেলতে যাচ্ছেন সাকিব। এর আগে ৭ মৌসুম কলকাতার হয়ে খেলেন তিনি। নতুন মৌসুমে প্রথম ম্যাচে সাবেক দলের বিপক্ষে খেলতে কলকাতায় ফিরে স্মৃতি রোমন্থন করলেন টাইগার সুপারস্টার। হায়দরাবাদের স্বাগত জানানো ভিডিওতে তিনি জানিয়েছেন মনের সুপ্ত কথা।
সাকিব বলেন, কলকাতায় ফিরে এলাম। ইডেন গার্ডেনে প্রচুর দর্শকের সমাগম হয়। এত দর্শকের সামনে খেলা দারুণ ব্যাপার। এখানে আমার অনেক স্মৃতি আছে। আসন্ন ম্যাচ খেলতে আমরা মরিয়া।
গেল আসরে রানার্সআপ হয় হায়দরাবাদ। তাতে অসামান্য অবদান ছিল সাকিবের। এ মৌসুমে দলকে চ্যাম্পিয়ন করতে চান তিনি। এজন্য ভক্ত-সমর্থকদের সমর্থন চেয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। তিনি বলেন, ‘আমাদের সমর্থন করুন। আমাদের ওপরে বিশ্বাস-ভরসা রাখুন। আশা করি, শিরোপা পুনরুদ্ধার করতে পারব।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অধিনায়ককে ছাড়াই প্রথম ম্যাচ খেলবে সাকিবরা!
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কাঁধে ব্যথা পেয়েছিলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। সে ব্যথার রেশ এখনো বহাল রয়েছে।যার কারণে আইপিএলে শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচে তাকে না পাওয়ার আশংকা রয়েছে। তার জায়গায় নেতৃত্ব দিতে পারেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার।হায়দরাবাদের কোচ টম মুডি এসব তথ্য নিশ্চিত করেছেন।
আইপিএলের গত আসরে তার অধীনেই রানারআপ হয়েছিলেন সাকিব আল হাসানরা।এবারের আসরেও সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব করবেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন।
তিনি বলেন, ‘উইলিয়ামসন একজন বিশ্বমানের অধিনায়ক। বিশ্ব ক্রিকেটের সবাই তার অধিনায়কত্বের প্রশংসা করে। এছাড়া গত আসরে আমাদের হয়ে দারুণ অধিনায়কত্ব করেছে। আমাদের প্রত্যাশা, এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।’
হায়দরাবাদের কোচ মুডি বলেন, ‘উইলিয়ামসনের ইনজুরিটা দীর্ঘ সময়ের নয়। আমরা ম্যাচের দিন ঠিক করবো সে খেলবে কি-না। তবে উইলিয়ামসন খেলতে না পারে তাহলে আমি কোনো সমস্যা দেখছি না। সেক্ষেত্রে আমাদের সহ-অধিনায়ক ভুবনেশ্বর এ সময়ে অধিনায়কত্ব সামলাবেন।’
ইতিমধ্যে হায়দরাবাদে যোগ দিয়েছেন সাকিব। ম্যাচ খেলতে সতীর্থদের সঙ্গে রয়েছেন কলকাতায়। ইডেন গার্ডেনে হবে দুই দলের লড়াই।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো হায়দরাবাদের হয়ে খেলতে যাচ্ছেন সাকিব। এর আগে ৭ মৌসুম কলকাতার হয়ে খেলেন তিনি। নতুন মৌসুমে প্রথম ম্যাচে সাবেক দলের বিপক্ষে খেলতে কলকাতায় ফিরে স্মৃতি রোমন্থন করলেন টাইগার সুপারস্টার। হায়দরাবাদের স্বাগত জানানো ভিডিওতে তিনি জানিয়েছেন মনের সুপ্ত কথা।
সাকিব বলেন, কলকাতায় ফিরে এলাম। ইডেন গার্ডেনে প্রচুর দর্শকের সমাগম হয়। এত দর্শকের সামনে খেলা দারুণ ব্যাপার। এখানে আমার অনেক স্মৃতি আছে। আসন্ন ম্যাচ খেলতে আমরা মরিয়া।
গেল আসরে রানার্সআপ হয় হায়দরাবাদ। তাতে অসামান্য অবদান ছিল সাকিবের। এ মৌসুমে দলকে চ্যাম্পিয়ন করতে চান তিনি। এজন্য ভক্ত-সমর্থকদের সমর্থন চেয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। তিনি বলেন, ‘আমাদের সমর্থন করুন। আমাদের ওপরে বিশ্বাস-ভরসা রাখুন। আশা করি, শিরোপা পুনরুদ্ধার করতে পারব।’