১১ হাজারি ক্লাবে সাকিব
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। লন্ডনের বিখ্যাত কেনিংটন ওভালে লড়ছে দুদল। টস হেরে ব্যাট করছে টাইগাররা।
তামিম সাজঘরে ফেরার পর ক্রিজে নামা সাকিব খেলতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজারি রানের ক্লাবে ঢুকে যান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামা সাকিব দারুণ এক মাইলফলক স্পর্শ করেন। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামার আগে তিনি ১১ হাজারি ক্লাব থেকে ৫ রান দূরে ছিলেন।
১২তম ওভারে ক্রিস মরিসের বলে সিঙ্গেল নিয়ে এ অভিজাত ক্লাবে প্রবেশ করেন বিশ্বেসরা অলরাউন্ডার।
এ ম্যাচ খেলতে নামার আগে সাকিব টেস্ট ক্রিকেটে ৩৮০৭ রান, ওয়ানডেতে ৫৭১৭ রান, টি-টোয়েন্টিতে ১৪৭১ রান করেছেন। সব মিলিয়ে তার রান ১০৯৯৫।
তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
১১ হাজারি ক্লাবে সাকিব
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। লন্ডনের বিখ্যাত কেনিংটন ওভালে লড়ছে দুদল। টস হেরে ব্যাট করছে টাইগাররা।
তামিম সাজঘরে ফেরার পর ক্রিজে নামা সাকিব খেলতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজারি রানের ক্লাবে ঢুকে যান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামা সাকিব দারুণ এক মাইলফলক স্পর্শ করেন। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামার আগে তিনি ১১ হাজারি ক্লাব থেকে ৫ রান দূরে ছিলেন।
১২তম ওভারে ক্রিস মরিসের বলে সিঙ্গেল নিয়ে এ অভিজাত ক্লাবে প্রবেশ করেন বিশ্বেসরা অলরাউন্ডার।
এ ম্যাচ খেলতে নামার আগে সাকিব টেস্ট ক্রিকেটে ৩৮০৭ রান, ওয়ানডেতে ৫৭১৭ রান, টি-টোয়েন্টিতে ১৪৭১ রান করেছেন। সব মিলিয়ে তার রান ১০৯৯৫।
তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো