‘বাংলাদেশ ফের তা করে দেখাল’
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। হাইস্কোরিং ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে টাইগাররা। মাশরাফি-সাকিবদের জয়টা অনুমেয়ই ছিল।
তবে তা মানতে নারাজ ভারত। ভারতীয় মিডিয়া একে অঘটন বলে উল্লেখ করছে। কিন্তু ভিন্ন সুর ক্রিকেটবোদ্ধাদের কণ্ঠে। তাদের মতে, একে অঘটন বললে ভুল হবে। সোশ্যাল মিডিয়া টুইটারে এ নিয়ে মতামত ব্যক্ত করছেন তারা।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ টুইটবার্তায় বলেন, গেল কয়েক বছর ধরে বাংলাদেশ সম্পর্কে যা জেনে আসছি দলটি ফের তা করে দেখাল। টাইগাররা যা দেখিয়েছে বিশ্বকাপে তারা প্রকৃত শক্তি।
প্রখ্যাত ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইটে জানান, দারুণ খেলেছে বাংলাদেশ। আধিপত্য বিস্তার করে ব্যাটিং করেছে টাইগাররা। আর দক্ষিণ আফ্রিকাকে প্রচুর উন্নতি করতে হবে।
বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫ জুন একই ভেন্যু ওভালে হবে দুদলের লড়াই। ম্যাচটি হবে দিবারাত্রির।
তথ্যসূত্র: টুইটার
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘বাংলাদেশ ফের তা করে দেখাল’
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। হাইস্কোরিং ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে টাইগাররা। মাশরাফি-সাকিবদের জয়টা অনুমেয়ই ছিল।
তবে তা মানতে নারাজ ভারত। ভারতীয় মিডিয়া একে অঘটন বলে উল্লেখ করছে। কিন্তু ভিন্ন সুর ক্রিকেটবোদ্ধাদের কণ্ঠে। তাদের মতে, একে অঘটন বললে ভুল হবে। সোশ্যাল মিডিয়া টুইটারে এ নিয়ে মতামত ব্যক্ত করছেন তারা।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ টুইটবার্তায় বলেন, গেল কয়েক বছর ধরে বাংলাদেশ সম্পর্কে যা জেনে আসছি দলটি ফের তা করে দেখাল। টাইগাররা যা দেখিয়েছে বিশ্বকাপে তারা প্রকৃত শক্তি।
প্রখ্যাত ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইটে জানান, দারুণ খেলেছে বাংলাদেশ। আধিপত্য বিস্তার করে ব্যাটিং করেছে টাইগাররা। আর দক্ষিণ আফ্রিকাকে প্রচুর উন্নতি করতে হবে।
বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫ জুন একই ভেন্যু ওভালে হবে দুদলের লড়াই। ম্যাচটি হবে দিবারাত্রির।
তথ্যসূত্র: টুইটার