৫ উইকেট নিয়ে মাঠে আমিরের সিজদাহ
দীর্ঘদিন অফফর্মে থাকলেও বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন মোহাম্মদ আমির। টনটনের ব্যাটিং স্বর্গে স্বরূপে দেখা গেছে তাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়ে নিজের পুনার্বিভাবের জানান দিয়েছেন তিনি।
এ নিয়ে বিশ্বকাপের দ্বাদশ আসরে সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেছেন আমির। ৮টি করে উইকেট নিয়ে নিউজিল্যান্ডের লোকি ফার্গুসনের সঙ্গে যৌথভাবে সবার ওপর আছেন তিনি। ৬ উইকেট নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
শুরুটা দুর্দান্ত করে অস্ট্রেলিয়া। মাঝপথেও ছড়ি ঘোরান অজি ব্যাটসম্যানরা। রীতিমতো রানের ফোয়ারা ছোটান তারা। তবে শেষদিকে সেটা অব্যাহত রাখতে পারেননি। ফলে দলীয় স্কোর বোর্ডে যতটা রান ওঠার কথা, ততটা ওঠেনি। আমির, হাসান, রিয়াজ, আফ্রিদিদের দুরন্ত বোলিংয়ে ৪৯ ওভারে ৩০৭ রানে গুটিয়ে যায় ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নরা।
অস্ট্রেলিয়াকে এ রানে বেঁধে রাখার নেপথ্য নায়ক আমির। সব মিলিয়ে এ ম্যাচে ৫ উইকেট শিকার করেন তিনি। কাঙ্ক্ষিত সাফল্য পেয়েই মাঠে সিজদাহ করেন বাহাতি পেসার। বরাবরের মতো মুসলমানের পরিচয় দেন।
এ নিয়ে বিশ্বকাপের দ্বাদশ আসরে সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেছেন আমির। ১০ উইকেট নিয়ে সবার ওপর এ গতিতারকা। ৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন। আর ৬ উইকেট নিয়ে তৃতীয় অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৫ উইকেট নিয়ে মাঠে আমিরের সিজদাহ
দীর্ঘদিন অফফর্মে থাকলেও বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন মোহাম্মদ আমির। টনটনের ব্যাটিং স্বর্গে স্বরূপে দেখা গেছে তাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়ে নিজের পুনার্বিভাবের জানান দিয়েছেন তিনি।
এ নিয়ে বিশ্বকাপের দ্বাদশ আসরে সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেছেন আমির। ৮টি করে উইকেট নিয়ে নিউজিল্যান্ডের লোকি ফার্গুসনের সঙ্গে যৌথভাবে সবার ওপর আছেন তিনি। ৬ উইকেট নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
শুরুটা দুর্দান্ত করে অস্ট্রেলিয়া। মাঝপথেও ছড়ি ঘোরান অজি ব্যাটসম্যানরা। রীতিমতো রানের ফোয়ারা ছোটান তারা। তবে শেষদিকে সেটা অব্যাহত রাখতে পারেননি। ফলে দলীয় স্কোর বোর্ডে যতটা রান ওঠার কথা, ততটা ওঠেনি। আমির, হাসান, রিয়াজ, আফ্রিদিদের দুরন্ত বোলিংয়ে ৪৯ ওভারে ৩০৭ রানে গুটিয়ে যায় ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নরা।
অস্ট্রেলিয়াকে এ রানে বেঁধে রাখার নেপথ্য নায়ক আমির। সব মিলিয়ে এ ম্যাচে ৫ উইকেট শিকার করেন তিনি। কাঙ্ক্ষিত সাফল্য পেয়েই মাঠে সিজদাহ করেন বাহাতি পেসার। বরাবরের মতো মুসলমানের পরিচয় দেন।
এ নিয়ে বিশ্বকাপের দ্বাদশ আসরে সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেছেন আমির। ১০ উইকেট নিয়ে সবার ওপর এ গতিতারকা। ৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন। আর ৬ উইকেট নিয়ে তৃতীয় অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।