স্পোর্টস ডেস্ক ২৫ জুন ২০১৯, ১৫:২৩ | অনলাইন সংস্করণ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড। ক্রিকেটের দুই পরাশক্তির এই ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে দর্শকদের মধ্যে। ইতিমধ্যে ম্যাচের টস হয়ে গেছে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান স্মিথ-ওয়ার্নারদের ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
দুই দলের মধ্যে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে আছে অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা তালিকার দুই নম্বরে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে চারে।
ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।
অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স কারে, জেসন বেহরেনডর্ফ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯