অবসর নিলেন হাশিম আমলা
এবার আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকার জার্সিতে আর দেখা যাবে না এ তারকা ব্যাটসম্যানকে।
৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান প্রোটিয়াদের জার্সিতে সব ফরম্যাট মিলিয়ে ৩৫৯ ম্যাচে করেছেন ১৮ হাজারের বেশিরান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার৫৫টি সেঞ্চুরি রয়েছে জনপ্রিয় এ ব্যাটসম্যানের।
অবসরের ঘোষণায় আমলা বলেছেন, ‘সবার প্রথমে, সব কৃতিত্ব ও মহিমা মহান আল্লাহর। তিনিইসর্বশক্তিমান।যিনি আমাকে দক্ষিণ আফ্রিকারহয়ে খেলার সুযোগ করে দিয়েছেন। এটাছিল আনন্দ ও গৌরবে পরিপূর্ণ। চলার পথেআমি অনেক কিছু শিখেছি, অনেক বন্ধু তৈরি হয়েছে, আর সবচেয়ে বড় বিষয় হলো একে অন্যের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করেছি।’
বিদায়বেলায় সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করে দক্ষিণ আফ্রিকার মুসলিম এ তারকা ক্রিকেটার আরও বলেন, ‘আমি ধন্যবাদ দিতে চাই আমার বাবা-মাকে, যারা আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন। একই সঙ্গে এই দুর্দান্ত জার্নিতে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবার, বন্ধু, আমার সতীর্থ এবং সাপোর্ট স্টাফের প্রত্যেক সদস্যকে।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অবসর নিলেন হাশিম আমলা
এবার আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকার জার্সিতে আর দেখা যাবে না এ তারকা ব্যাটসম্যানকে।
৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান প্রোটিয়াদের জার্সিতে সব ফরম্যাট মিলিয়ে ৩৫৯ ম্যাচে করেছেন ১৮ হাজারের বেশি রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার ৫৫টি সেঞ্চুরি রয়েছে জনপ্রিয় এ ব্যাটসম্যানের।
অবসরের ঘোষণায় আমলা বলেছেন, ‘সবার প্রথমে, সব কৃতিত্ব ও মহিমা মহান আল্লাহর। তিনিই সর্বশক্তিমান। যিনি আমাকে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সুযোগ করে দিয়েছেন। এটা ছিল আনন্দ ও গৌরবে পরিপূর্ণ। চলার পথে আমি অনেক কিছু শিখেছি, অনেক বন্ধু তৈরি হয়েছে, আর সবচেয়ে বড় বিষয় হলো একে অন্যের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করেছি।’
বিদায়বেলায় সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করে দক্ষিণ আফ্রিকার মুসলিম এ তারকা ক্রিকেটার আরও বলেন , ‘আমি ধন্যবাদ দিতে চাই আমার বাবা-মাকে, যারা আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন। একই সঙ্গে এই দুর্দান্ত জার্নিতে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবার, বন্ধু, আমার সতীর্থ এবং সাপোর্ট স্টাফের প্রত্যেক সদস্যকে।’