পাকিস্তানের বোলিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ওয়াকার
স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০১৯, ১০:২৩:২৬ | অনলাইন সংস্করণ
পাকিস্তানের বোলিং কোচ হতে আবেদন করেছেন ওয়াকার ইউনিস। একই সঙ্গে আবেদন করেন সাবেক পাক পেসার মোহাম্মদ আকরাম। তবে হুট করে তা প্রত্যাহার করে নিয়েছেন তিনি। ফলে এ পদে এখন ওয়াকারকেই শক্তিশালী প্রার্থী মনে করা হচ্ছে।
এর আগেও জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ওয়াকার। পালন করেন প্রধান কোচের দায়িত্বও। তবে এবার হেড কোচ পদে আবেদন করেননি তিনি।
পাক কিংবদন্তি পেসার বলেন, এ মুহূর্তে প্রধান কোচ হিসেবে কাজ করার জন্য আমি প্রস্তুত নই। সামনে বহু সময় আছে। আগামীতে ভেবে দেখব।
পাকিস্তানের প্রধান কোচ হতে আবেদন করেছেন সাবেক অজি ক্রিকেটার ডিন জোন্স, ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ এবং স্বদেশী মিসবাহ উল হক। ইতিমধ্যে পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে কর্মপরিকল্পনা ও দাবিদাওয়া তুলে ধরেছেন তারা।
শিগগির বোলিং কোচ ও প্রধান কোচদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা। এর পর পিসিবি চেয়ারম্যান এহসান মানির কাছে সুপারিশ পাঠাবে ৫ সদস্যের প্যানেল।
সেই প্যানেলে আছেন সাবেক টেস্ট ক্রিকেটার ইন্তিখাব আলম, বায়েজিদ খান, প্রধান নির্বাহী ওয়াসিম খান ও পিসিবি পরিচালক জাকির খান ও আসাদ আলী খান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাকিস্তানের বোলিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ওয়াকার
পাকিস্তানের বোলিং কোচ হতে আবেদন করেছেন ওয়াকার ইউনিস। একই সঙ্গে আবেদন করেন সাবেক পাক পেসার মোহাম্মদ আকরাম। তবে হুট করে তা প্রত্যাহার করে নিয়েছেন তিনি। ফলে এ পদে এখন ওয়াকারকেই শক্তিশালী প্রার্থী মনে করা হচ্ছে।
এর আগেও জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ওয়াকার। পালন করেন প্রধান কোচের দায়িত্বও। তবে এবার হেড কোচ পদে আবেদন করেননি তিনি।
পাক কিংবদন্তি পেসার বলেন, এ মুহূর্তে প্রধান কোচ হিসেবে কাজ করার জন্য আমি প্রস্তুত নই। সামনে বহু সময় আছে। আগামীতে ভেবে দেখব।
পাকিস্তানের প্রধান কোচ হতে আবেদন করেছেন সাবেক অজি ক্রিকেটার ডিন জোন্স, ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ এবং স্বদেশী মিসবাহ উল হক। ইতিমধ্যে পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে কর্মপরিকল্পনা ও দাবিদাওয়া তুলে ধরেছেন তারা।
শিগগির বোলিং কোচ ও প্রধান কোচদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা। এর পর পিসিবি চেয়ারম্যান এহসান মানির কাছে সুপারিশ পাঠাবে ৫ সদস্যের প্যানেল।
সেই প্যানেলে আছেন সাবেক টেস্ট ক্রিকেটার ইন্তিখাব আলম, বায়েজিদ খান, প্রধান নির্বাহী ওয়াসিম খান ও পিসিবি পরিচালক জাকির খান ও আসাদ আলী খান।