পাকিস্তান ক্রিকেট দলের ভারত সফর বন্ধ হচ্ছে!
স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৩:১৩ | অনলাইন সংস্করণ
জম্মু-কাশ্মীর সমস্যার কারণে পাকিস্তান ক্রিকেট দলের ভারত সফর বাতিল হতে পারে। এমনটিই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারত সফরে যাওয়া কথা ছিল পাকিস্তান নারী ক্রিকেট দলের। কিন্তু জম্মু-কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করায় এই মুহূর্তে ভারত সফরে নাও যেতে পারে পাকিস্তান নারী ক্রিকেট দল।
এ ব্যাপারে পিসিবি জানিয়েছে, বিসিসিআইয়ের পক্ষ থেকে আমাদের সঙ্গে এ নিয়ে কোনো যোগাযোগ হয়নি। আমরা কোনো নির্দেশনা পাইনি। পাকিস্তানের সঙ্গে ভারত খেলতে না চাইলে এই সফর বাতিল হবে।
জানা যায়, পাকিস্তানের ভারত সফর পিছিয়ে যেতে পারে দুই মাস। নভেম্বরে হতে পারে এই সিরিজ। যদি সিরিজ বাতিল হয় তাহলে আইসিসির কাছে পুরো পয়েন্ট দাবি করতে পারে পাকিস্তান।
এর আগেও নিরাপত্তার অজুহাত দিয়ে পাকিস্তান সফরে ভারতীয় নারী ক্রিকেট দল পাঠায়নি বিসিসিআই। পিসিবি নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব দিলেও রাজি হয়নি ভারত। যে কারণে পুরো পয়েন্ট পাকিস্তানকে দিয়ে দেয় আইসিসি।
সূত্র: জি নিউজ
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাকিস্তান ক্রিকেট দলের ভারত সফর বন্ধ হচ্ছে!
জম্মু-কাশ্মীর সমস্যার কারণে পাকিস্তান ক্রিকেট দলের ভারত সফর বাতিল হতে পারে। এমনটিই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারত সফরে যাওয়া কথা ছিল পাকিস্তান নারী ক্রিকেট দলের। কিন্তু জম্মু-কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করায় এই মুহূর্তে ভারত সফরে নাও যেতে পারে পাকিস্তান নারী ক্রিকেট দল।
এ ব্যাপারে পিসিবি জানিয়েছে, বিসিসিআইয়ের পক্ষ থেকে আমাদের সঙ্গে এ নিয়ে কোনো যোগাযোগ হয়নি। আমরা কোনো নির্দেশনা পাইনি। পাকিস্তানের সঙ্গে ভারত খেলতে না চাইলে এই সফর বাতিল হবে।
জানা যায়, পাকিস্তানের ভারত সফর পিছিয়ে যেতে পারে দুই মাস। নভেম্বরে হতে পারে এই সিরিজ। যদি সিরিজ বাতিল হয় তাহলে আইসিসির কাছে পুরো পয়েন্ট দাবি করতে পারে পাকিস্তান।
এর আগেও নিরাপত্তার অজুহাত দিয়ে পাকিস্তান সফরে ভারতীয় নারী ক্রিকেট দল পাঠায়নি বিসিসিআই। পিসিবি নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব দিলেও রাজি হয়নি ভারত। যে কারণে পুরো পয়েন্ট পাকিস্তানকে দিয়ে দেয় আইসিসি।
সূত্র: জি নিউজ