বার্সেলোনার ফুটবলারের বাড়িতে চুরি
শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে একের পর এক গোল করছে বার্সেলোনা। গ্যালারিতে বসে সতীর্থদের গোল উদযাপন দেখেছেন চোটে পড়া স্যামুয়েল উমতিতি। বার্সার ফরাসি ডিফেন্ডার তখন জানতে পারেননি তার অনুপস্থিতির সুযোগে বাড়ি ফাঁকা করে দিয়েছে একদল চোর!
প্রত্যক্ষদর্শীর বরাতে স্প্যানিশ মিডিয়া জানিয়েছে, শনিবার মধ্যরাতে উমতিতির বাড়িতে প্রবেশ করে কালো মুখোশধারী একদল চোর।
স্থানীয় পুলিশকে সঙ্গে সঙ্গেই ফোন করেন সেই প্রত্যক্ষদর্শী। পুলিশ এসে অবশ্য চোরদের ধরতে পারেনি। কী কী জিনিস চুরি গেছে সেটাও জানা যায়নি। উমতিতি ছাড়াও তার পরিবারের সদস্যদের কেউ ছিলেন না বাড়িতে।
খেলা চলাকালীন খেলোয়াড়দের বাড়িতে চুরি হওয়াটা নতুন কিছু নয়। গত দুই বছরে এ ঘটনার শিকার হয়েছেন বার্সা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ও সাবেক ফরোয়ার্ড ফিলিপ্পে কুতিনহো।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্সেলোনার ফুটবলারের বাড়িতে চুরি
শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে একের পর এক গোল করছে বার্সেলোনা। গ্যালারিতে বসে সতীর্থদের গোল উদযাপন দেখেছেন চোটে পড়া স্যামুয়েল উমতিতি। বার্সার ফরাসি ডিফেন্ডার তখন জানতে পারেননি তার অনুপস্থিতির সুযোগে বাড়ি ফাঁকা করে দিয়েছে একদল চোর!
প্রত্যক্ষদর্শীর বরাতে স্প্যানিশ মিডিয়া জানিয়েছে, শনিবার মধ্যরাতে উমতিতির বাড়িতে প্রবেশ করে কালো মুখোশধারী একদল চোর।
স্থানীয় পুলিশকে সঙ্গে সঙ্গেই ফোন করেন সেই প্রত্যক্ষদর্শী। পুলিশ এসে অবশ্য চোরদের ধরতে পারেনি। কী কী জিনিস চুরি গেছে সেটাও জানা যায়নি। উমতিতি ছাড়াও তার পরিবারের সদস্যদের কেউ ছিলেন না বাড়িতে।
খেলা চলাকালীন খেলোয়াড়দের বাড়িতে চুরি হওয়াটা নতুন কিছু নয়। গত দুই বছরে এ ঘটনার শিকার হয়েছেন বার্সা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ও সাবেক ফরোয়ার্ড ফিলিপ্পে কুতিনহো।