সাকিব অনেক বেশি কথা বলছে: মাহমুদউল্লাহ
বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমার মনে হয় যে সবার ভেতরেই জয়ের স্পৃহাটি ছিল যেটি আমি অনুভব করি। দলের ভেতরে এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। ম্যানেজমেন্ট, কোচরা এসব বিষয় নিয়ে কথা বলেছে আমাদের সঙ্গে। সাকিব অনেক বেশি কথা বলছে, অনেক বেশি সম্পৃক্ত থাকছে।
বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয়ে ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেন মাহমুদউল্লাহ রিয়াদ।
খেলা শেষে সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, আমরা আজকে যেভাবে আধিপত্য বজায় রেখে খেলেছি আফগানিস্তানের বিপক্ষেও একই ধারা বজায় রাখতে চাই। আমাদের লক্ষ্য আরও বেশি ভালো পারফরম্যান্স করা যাতে ফাইনালের জন্য আত্মবিশ্বাস পেতে পারি।
জিম্বাবুয়ের বিপক্ষে অবিশ্বাস্য জয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে হেরে যায়।
আফগানদের বিপক্ষে পরাজয়ের পর দলকে মানসিকভাবে চাঙ্গা এবং ক্রিকেটারদের সাহস যোগাতে অনেক বেশি কথা বলেন, কোচ ম্যানেজমেন্ট এবং অধিনায়ক। যার ফল দ্রুতই পেয়েছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৫ রান করে ৩৯ রানের জয় পায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাকিব অনেক বেশি কথা বলছে: মাহমুদউল্লাহ
বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমার মনে হয় যে সবার ভেতরেই জয়ের স্পৃহাটি ছিল যেটি আমি অনুভব করি। দলের ভেতরে এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। ম্যানেজমেন্ট, কোচরা এসব বিষয় নিয়ে কথা বলেছে আমাদের সঙ্গে। সাকিব অনেক বেশি কথা বলছে, অনেক বেশি সম্পৃক্ত থাকছে।
বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয়ে ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেন মাহমুদউল্লাহ রিয়াদ।
খেলা শেষে সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, আমরা আজকে যেভাবে আধিপত্য বজায় রেখে খেলেছি আফগানিস্তানের বিপক্ষেও একই ধারা বজায় রাখতে চাই। আমাদের লক্ষ্য আরও বেশি ভালো পারফরম্যান্স করা যাতে ফাইনালের জন্য আত্মবিশ্বাস পেতে পারি।
জিম্বাবুয়ের বিপক্ষে অবিশ্বাস্য জয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে হেরে যায়।
আফগানদের বিপক্ষে পরাজয়ের পর দলকে মানসিকভাবে চাঙ্গা এবং ক্রিকেটারদের সাহস যোগাতে অনেক বেশি কথা বলেন, কোচ ম্যানেজমেন্ট এবং অধিনায়ক। যার ফল দ্রুতই পেয়েছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৫ রান করে ৩৯ রানের জয় পায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ।