টি-টোয়েন্টিতে সাকিবের নতুন মাইলফলক
টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার শনিবার আফগানিস্তানের বিপক্ষে ৪৫ বলে ৮টি চার ও এক ছক্কায় ৭০ রানের লড়াকু এক ইনিংস খেলেন। ম্যাচজয়ী এ ইনিংস খেলার মধ্যে দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দুটি রেকর্ড গড়েছেন সাকিব।
শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামার আগে দেড় হাজার রানের মাইলফলক স্পর্শ করতে সাকিবের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। এদিন তিনি সংগ্রহ করেন ৭০ রান। এই রান সংগ্রহের মধ্য দিয় টি-টোয়েন্টিতে ১৫০০ রান সংগ্রহের মাইলফলক স্পর্শ করলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
সাকিবের আগে দেশসেরা ওপেনার তামিম ইকবাল এই রেকর্ড গড়েছেন। বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় আর বিশ্বের ২৬তম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০০ রান সংগ্রহ করেছেন সাকিব।
শুধু তাই নয়! চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগের তিন খেলায় ব্যর্থ সাকিব এদিন বল হাতেও সাফল্য পান। ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। আর এক উইকেট শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে চতুর্থ বোলার হিসেবে ৩৫০ উইকেট শিকারের কীর্তিও গড়েন সাকিব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টি-টোয়েন্টিতে সাকিবের নতুন মাইলফলক
টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার শনিবার আফগানিস্তানের বিপক্ষে ৪৫ বলে ৮টি চার ও এক ছক্কায় ৭০ রানের লড়াকু এক ইনিংস খেলেন। ম্যাচজয়ী এ ইনিংস খেলার মধ্যে দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দুটি রেকর্ড গড়েছেন সাকিব।
শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামার আগে দেড় হাজার রানের মাইলফলক স্পর্শ করতে সাকিবের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। এদিন তিনি সংগ্রহ করেন ৭০ রান। এই রান সংগ্রহের মধ্য দিয় টি-টোয়েন্টিতে ১৫০০ রান সংগ্রহের মাইলফলক স্পর্শ করলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
সাকিবের আগে দেশসেরা ওপেনার তামিম ইকবাল এই রেকর্ড গড়েছেন। বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় আর বিশ্বের ২৬তম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০০ রান সংগ্রহ করেছেন সাকিব।
শুধু তাই নয়! চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগের তিন খেলায় ব্যর্থ সাকিব এদিন বল হাতেও সাফল্য পান। ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। আর এক উইকেট শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে চতুর্থ বোলার হিসেবে ৩৫০ উইকেট শিকারের কীর্তিও গড়েন সাকিব।