স্পোর্টস ডেস্ক ০৩ ডিসেম্বর ২০১৯, ১৭:০০ | অনলাইন সংস্করণ
২০২০ সালের ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে আইপিএলের ত্রয়োদশ সংস্করণের। এরই মধ্যে ট্রেডিং উইন্ডো বন্ধ হয়ে গেছে। আগামী ৩০ ডিসেম্বর সিটি অব জয়খ্যাত কলকাতায় বসবে এবারের আসরের মেগা নিলাম।
এজন্য ক্রিকেটারদের নাম তালিকাভুক্ত করার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। এসময় পর্যন্ত তাতে ৯৭১ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। এ লিগে অংশগ্রহণকারী ৮টি দলে পড়ে আছে ৭৩টি শূন্যস্থান।
এগুলো পূরণের জন্য এত সংখ্যক ক্রিকেটার নথিভুক্ত হওয়ায় স্বভাবতই বিড়ম্বনায় পড়বে আইপিএল কমিটি। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৯ ডিসেম্বরের মধ্যে নিলামের জন্য বাছাই করা ক্রিকেটারের নাম জমা দিতে বলেছে তারা।
২০১৯ আইপিএলে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির বাজেট বেঁধে দেয়া হয় ৮২ কোটি টাকা। তবে আসন্ন আইপিএলে আরো ৩ কোটি টাকা বেশি খরচ করতে পারবে প্রতিটি দল।
সবমিলিয়ে নিলামে ৮৫ কোটি টাকার দল গড়তে পারবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি।গেল মৌসুমের প্লেয়ার্স ড্রাফটের পর হাতে যে পরিমাণ উদ্বৃত্ত রয়েছে, সেটার সঙ্গেই যুক্ত হবে এ ৩ কোটি টাকা।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯