ইরফানের ঝড়ো ফিফটি
বিপিএল ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং তাণ্ড চালিয়ে ফিফটি তুলে নিয়েছেন ইরফান শুক্কর। তবে ফিফটির পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি। দলীয় ৯৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। তার আগে ৩৫ বলে ৬টি চার ও দুই ছক্কায় খেলেন ৫২ রানের ঝকঝকে ইনিংস।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় মাত্র ১৪ রানে ওপেনার আফিফ হোসেনের উইকেট হারায় রাজশাহী।
তিনে ব্যাটিংয়ে নেমে ওপেনার লিটন দাসের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন ইরফান শুক্কর। দলীয় ৬৩ রানে ফেরেন জাতীয় দলের তারকা ওপেনার লিটন দাস। তার আগে ২৮ বলে এক চার ও সমান ছক্কায় ২৫ রান করেন লিটন।
বিপিএল ফাইনালে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন ইরফান। ৩২ বলে ফিফটি তুলে নেন তিনি। দলকে বিপিএল ফাইনালে তুলতে আগের ম্যাচে দলীয় দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেছিলেন ঘরোয়া লিগের এ তারকা ক্রিকেটার।
ইরফানের ঝড়ো ফিফটি
স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২০, ২০:২৪:১৮ | অনলাইন সংস্করণ
বিপিএল ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেব্যাটিং তাণ্ড চালিয়েফিফটি তুলে নিয়েছেন ইরফান শুক্কর। তবে ফিফটির পর নিজের ইনিংসটালম্বা করতে পারেননি। দলীয় ৯৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবেআউট হন তিনি। তার আগে ৩৫ বলে ৬টিচার ও দুই ছক্কায় খেলেন ৫২ রানের ঝকঝকে ইনিংস।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় মাত্র ১৪ রানে ওপেনার আফিফ হোসেনের উইকেট হারায় রাজশাহী।
তিনে ব্যাটিংয়ে নেমে ওপেনার লিটন দাসের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন ইরফান শুক্কর। দলীয় ৬৩ রানে ফেরেন জাতীয় দলের তারকা ওপেনার লিটন দাস। তার আগে ২৮ বলে এক চার ও সমান ছক্কায় ২৫ রান করেন লিটন।
বিপিএল ফাইনালে ব্যাটিংয়ে নেমেশুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন ইরফান।৩২ বলে ফিফটি তুলে নেন তিনি। দলকে বিপিএল ফাইনালে তুলতে আগের ম্যাচে দলীয় দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেছিলেনঘরোয়া লিগের এ তারকা ক্রিকেটার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023