ইরফানের ঝড়ো ফিফটি

 স্পোর্টস ডেস্ক 
১৭ জানুয়ারি ২০২০, ০৮:২৪ পিএম  |  অনলাইন সংস্করণ

বিপিএল ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং তাণ্ড চালিয়ে ফিফটি তুলে নিয়েছেন ইরফান শুক্কর। তবে ফিফটির পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি। দলীয় ৯৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। তার আগে ৩৫ বলে ৬টি চার ও দুই ছক্কায় খেলেন ৫২ রানের ঝকঝকে ইনিংস।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয়  ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় মাত্র ১৪ রানে ওপেনার আফিফ হোসেনের উইকেট হারায় রাজশাহী। 

তিনে ব্যাটিংয়ে নেমে ওপেনার লিটন দাসের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন ইরফান শুক্কর। দলীয় ৬৩ রানে ফেরেন জাতীয় দলের তারকা ওপেনার লিটন দাস। তার আগে ২৮ বলে এক চার ও সমান ছক্কায় ২৫ রান করেন লিটন। 

বিপিএল ফাইনালে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন ইরফান। ৩২ বলে ফিফটি তুলে নেন তিনি। দলকে বিপিএল ফাইনালে তুলতে আগের ম্যাচে দলীয় দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেছিলেন ঘরোয়া লিগের এ তারকা ক্রিকেটার।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : বঙ্গবন্ধু বিপিএল-২০১৯