ট্রিপল সেঞ্চুরির পর তামিম পাকিস্তান গিয়ে ৩ রানে আউট
স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৩:৫৬ | অনলাইন সংস্করণ
পাকিস্তান সফরের আগে ঘরোয়া লিগে দুর্দান্ত ব্যাটিং করেছেন তামিম ইকবাল। দেশসেরা এ ওপেনার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে ট্রিপল সেঞ্চুরি করেছেন। দেশের হয়ে প্রথম শ্রেণিরক্রিকেটে সর্বোচ্চ ৩৩৪ রানের ইতিহাস সেরাইনিংস খেলেপাকিস্তান সফরে গিয়ে ব্যর্থ হন তামিম।
ক্যারিয়ারে প্রথম পাকিস্তান সফরে গিয়েরাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫ বল খেলে মাত্র তিন রান করে মোহাম্মদ আব্বাসের বলে গতির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তামিম।
গত বছরের মার্চে নিউজিল্যান্ড সফরের পর বাংলাদেশ খেলেছে তিনটি টেস্ট। সেপ্টেম্বরে দেশের মাঠে আফগানিস্তান আর নভেম্বরে ভারত সফরে হলকার এবং ঐতিহ্যবাহী কলকাতার ইডেন গার্ডেন্স টেস্টে ছিলেন না তামিম।
বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে প্রায় এক বছর পর টেস্ট খেলতে নেমে তিন রানে আউট হয়ে ফেরেন তামিম। তার এমন ব্যাটিং ব্যর্থতার দিনে বাংলাদেশ অলআউটহয় ২৩৩ রানে।
শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেই মাত্র ৩ রানে দুই ওপেনার সাইফ হাসান ও তামিম ইকবালের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্তর ৪৪, মোহাম্মদ মিঠুনের ৬৩ রানের ইনিংস ভর করে শেষ পর্যন্ত ২৩৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ট্রিপল সেঞ্চুরির পর তামিম পাকিস্তান গিয়ে ৩ রানে আউট
পাকিস্তান সফরের আগে ঘরোয়া লিগে দুর্দান্ত ব্যাটিং করেছেন তামিম ইকবাল। দেশসেরা এ ওপেনার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে ট্রিপল সেঞ্চুরি করেছেন। দেশের হয়ে প্রথম শ্রেণিরক্রিকেটে সর্বোচ্চ ৩৩৪ রানের ইতিহাস সেরা ইনিংস খেলে পাকিস্তান সফরে গিয়ে ব্যর্থ হন তামিম।
ক্যারিয়ারে প্রথম পাকিস্তান সফরে গিয়ে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫ বল খেলে মাত্র তিন রান করে মোহাম্মদ আব্বাসের বলে গতির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তামিম।
গত বছরের মার্চে নিউজিল্যান্ড সফরের পর বাংলাদেশ খেলেছে তিনটি টেস্ট। সেপ্টেম্বরে দেশের মাঠে আফগানিস্তান আর নভেম্বরে ভারত সফরে হলকার এবং ঐতিহ্যবাহী কলকাতার ইডেন গার্ডেন্স টেস্টে ছিলেন না তামিম।
বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে প্রায় এক বছর পর টেস্ট খেলতে নেমে তিন রানে আউট হয়ে ফেরেন তামিম। তার এমন ব্যাটিং ব্যর্থতার দিনে বাংলাদেশ অলআউট হয় ২৩৩ রানে।
শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেই মাত্র ৩ রানে দুই ওপেনার সাইফ হাসান ও তামিম ইকবালের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্তর ৪৪, মোহাম্মদ মিঠুনের ৬৩ রানের ইনিংস ভর করে শেষ পর্যন্ত ২৩৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।