শঙ্কা মুক্ত হ্যাটট্রিকের রেকর্ড গড়া নাসিম শাহ
স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪১:০৪ | অনলাইন সংস্করণ
রাওয়ালপিন্ডি টেস্টে হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে টেস্ট ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাটে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন ১৬ বছর বয়সী এ তরুণ পেসার।
বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করার পর মাত্র দুই বল করতে পেরেছিলেন নাসিম শাহ। চোট নিয়ে মাঠ ছেড়ে যেতে হয়েছে তাকে। শুরুতে চোট নিয়ে শঙ্কায় থাকলেও পরে জানা যায় নাসিম শাহর চোট অতটা গুরুতর নয়।
চোটের কারণে তৃতীয়দিন পুরো ওভার শেষ করে যেতে পারেননি নাসিম শাহ। তার ওভার শেষ করেন মোহাম্মদ আব্বাস। এমআরআই করার পর চতুর্থদিন আর মাঠে নামেননি নাসিম। পাকিস্তান জিতেছে ইনিংস ও ৪৪ রানে।
চোট নিয়ে নাসিম শাহ বলেন, চোট গুরুতর কিছু নয়। পেশিতে টান লেগেছিল। পূর্বসতর্কতার অংশহিসেবে আমি আর বল করিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শঙ্কা মুক্ত হ্যাটট্রিকের রেকর্ড গড়া নাসিম শাহ
রাওয়ালপিন্ডি টেস্টে হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে টেস্ট ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাটে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন ১৬ বছর বয়সী এ তরুণ পেসার।
বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করার পর মাত্র দুই বল করতে পেরেছিলেন নাসিম শাহ। চোট নিয়ে মাঠ ছেড়ে যেতে হয়েছে তাকে। শুরুতে চোট নিয়ে শঙ্কায় থাকলেও পরে জানা যায় নাসিম শাহর চোট অতটা গুরুতর নয়।
চোটের কারণে তৃতীয়দিন পুরো ওভার শেষ করে যেতে পারেননি নাসিম শাহ। তার ওভার শেষ করেন মোহাম্মদ আব্বাস। এমআরআই করার পর চতুর্থদিন আর মাঠে নামেননি নাসিম। পাকিস্তান জিতেছে ইনিংস ও ৪৪ রানে।
চোট নিয়ে নাসিম শাহ বলেন, চোট গুরুতর কিছু নয়। পেশিতে টান লেগেছিল। পূর্বসতর্কতার অংশহিসেবে আমি আর বল করিনি।