বিশ্বকাপজয়ী যুবাদের মুশফিকের স্যালুট
বিশ্বকাপ জয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। একাধারে টাইগার যুবাদের শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব ক্রিকেটের রথী-মহারথীরা। অভিনন্দন জানাতে ভোলেননি বড় ভাইয়েরাও। তাদের সম্মান জানিয়েছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমদুউল্লাহ রিয়াদসহ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
ব্যতিক্রম নন মুশফিকুর রহিমও। আকবর-হৃদয়দের আগেই অভিনন্দন জানিয়েছেন তিনি। এবার দাঁড়িয়ে তাদের ‘স্যালুট’ দিলেন তিনি।
হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের বাইরের দেয়ালে টাঙানো হয়েছে বিশ্বজয়ী ক্রিকেটারদের ছবি দিয়ে বিশাল ব্যানার। সেটির সামনে দাঁড়িয়ে উত্তরসূরিদের ‘স্যালুট’ দেন মুশফিক। সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের অফিসিয়াল ভেরিফায়েড পেজে সেই ছবিও পোস্ট করেছেন তিনি। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে গেছে।
এর আগে টাইগার যুবাদের বিশ্বজয়ের দিন তাতে মুশফিক লেখেন– ‘আলহামদুলিল্লাহ। আমি নির্দ্বিধায় বলতে পারি– বাংলাদেশের ক্রিকেটার হিসেবে এটি আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। ছেলেরা আমাকে-আমাদের গর্বিত করেছে। অভিনন্দন সুপারস্টার।
গেল রোববার পচেফস্ট্রমে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক ইভেন্টের শিরোপা জিতল তারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিশ্বকাপজয়ী যুবাদের মুশফিকের স্যালুট
বিশ্বকাপ জয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। একাধারে টাইগার যুবাদের শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব ক্রিকেটের রথী-মহারথীরা। অভিনন্দন জানাতে ভোলেননি বড় ভাইয়েরাও। তাদের সম্মান জানিয়েছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমদুউল্লাহ রিয়াদসহ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
ব্যতিক্রম নন মুশফিকুর রহিমও। আকবর-হৃদয়দের আগেই অভিনন্দন জানিয়েছেন তিনি। এবার দাঁড়িয়ে তাদের ‘স্যালুট’ দিলেন তিনি।
হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের বাইরের দেয়ালে টাঙানো হয়েছে বিশ্বজয়ী ক্রিকেটারদের ছবি দিয়ে বিশাল ব্যানার। সেটির সামনে দাঁড়িয়ে উত্তরসূরিদের ‘স্যালুট’ দেন মুশফিক। সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের অফিসিয়াল ভেরিফায়েড পেজে সেই ছবিও পোস্ট করেছেন তিনি। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে গেছে।
এর আগে টাইগার যুবাদের বিশ্বজয়ের দিন তাতে মুশফিক লেখেন– ‘আলহামদুলিল্লাহ। আমি নির্দ্বিধায় বলতে পারি– বাংলাদেশের ক্রিকেটার হিসেবে এটি আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। ছেলেরা আমাকে-আমাদের গর্বিত করেছে। অভিনন্দন সুপারস্টার।
গেল রোববার পচেফস্ট্রমে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক ইভেন্টের শিরোপা জিতল তারা।