‘ধারাবাহিক পারফর্ম করতে না পারলে আমাকে জাতীয় দলে নেয়া হবে?’
স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৭:০৪ | অনলাইন সংস্করণ
দক্ষিণ আফ্রিকার বৈরী কন্ডিশনে শক্তিশালী ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশকে প্রথম বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া অধিনায়ক আকবর আলী বলেন, মাত্র একটা ভালো ইনিংস খেলেছি। ধারাবাহিক এরকম ইনিংস খেলতে না পারলে আমাকে জাতীয় দলে নেয়া হবে?
ভারতের প্রভাবশালী দৈনিক আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে আকবর আলী বলেন, জাতীয় দলে সুযোগ পাওয়া কি এতই সহজ? সবেমাত্র একটি ইনিংস খেলেছি। এ রকম ইনিংস ধারাবাহিকভাবে উপহার দিতে না পারলে কেন জাতীয় দলে আমাকে নেয়া হবে?
তিনি আরও বলেন, অভিজ্ঞতায়ও আমি অনেক পিছিয়ে রয়েছি। জাতীয় দলে সুযোগ পেতে হলে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। উন্নতি করতে হবে আরও। তবে চেষ্টা করব এক-দু'বছরের মধ্যে জাতীয় দলে সুযোগ পেতে।
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরে টাইগার যুবাদের সঙ্গে হাতাহাতি লিপ্ত হন ভারতীয় ক্রিকেটাররা। এ ব্যাপারে আকবর আলী বলেন, বুঝতে পারিনি বিষয়টি এভাবে শেষ হবে। আমরা মাঠে আগ্রাসন দেখিয়েছি। দুই দলই আগ্রাসী ক্রিকেট খেলেছি। কিন্তু ক্রিকেট ভদ্রলোকের খেলা, সেটা সবার মাথায় রাখা উচিত ছিল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘ধারাবাহিক পারফর্ম করতে না পারলে আমাকে জাতীয় দলে নেয়া হবে?’
দক্ষিণ আফ্রিকার বৈরী কন্ডিশনে শক্তিশালী ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশকে প্রথম বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া অধিনায়ক আকবর আলী বলেন, মাত্র একটা ভালো ইনিংস খেলেছি। ধারাবাহিক এরকম ইনিংস খেলতে না পারলে আমাকে জাতীয় দলে নেয়া হবে?
ভারতের প্রভাবশালী দৈনিক আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে আকবর আলী বলেন, জাতীয় দলে সুযোগ পাওয়া কি এতই সহজ? সবেমাত্র একটি ইনিংস খেলেছি। এ রকম ইনিংস ধারাবাহিকভাবে উপহার দিতে না পারলে কেন জাতীয় দলে আমাকে নেয়া হবে?
তিনি আরও বলেন, অভিজ্ঞতায়ও আমি অনেক পিছিয়ে রয়েছি। জাতীয় দলে সুযোগ পেতে হলে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। উন্নতি করতে হবে আরও। তবে চেষ্টা করব এক-দু'বছরের মধ্যে জাতীয় দলে সুযোগ পেতে।
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরে টাইগার যুবাদের সঙ্গে হাতাহাতি লিপ্ত হন ভারতীয় ক্রিকেটাররা। এ ব্যাপারে আকবর আলী বলেন, বুঝতে পারিনি বিষয়টি এভাবে শেষ হবে। আমরা মাঠে আগ্রাসন দেখিয়েছি। দুই দলই আগ্রাসী ক্রিকেট খেলেছি। কিন্তু ক্রিকেট ভদ্রলোকের খেলা, সেটা সবার মাথায় রাখা উচিত ছিল।