করোনাভাইরাস: ‘খেলা চালিয়ে নেয়া হবে’
করোনাভাইরাসের আতঙ্কে সার বিশ্বের মানুষ। ছোঁয়াছে এ ভাইরাস দ্রুতই ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশেও করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগীর সন্ধান পাওয়া গেছে।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ছে। ক্রিকেট, ফুটবলসহ অনেক ইভেন্টের খেলা স্থগিত হয়েছে। আগামী ২১ ও ২২ মার্চ ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষীকী উপলক্ষে অনুষ্ঠিতব্য এশিয়া একাদশ বনামবিশ্ব একাদশের ম্যাচও ইতিমধ্যে স্থগিত করা হয়েছে।
করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই আগামী রোববার থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটটুর্নামেন্ট।
এ ব্যাপারে বুধবার মিরপুরে সংবাদ মাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, প্রিমিয়ার লিগের ম্যাচে তো এমনিতেই দর্শক বেশি হয় না। তার পরও আমাদের চেষ্টা থাকবে মাঠে যেন বেশি দর্শক না হয়। খেলা চালিয়ে নেয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনাভাইরাস: ‘খেলা চালিয়ে নেয়া হবে’
করোনাভাইরাসের আতঙ্কে সার বিশ্বের মানুষ। ছোঁয়াছে এ ভাইরাস দ্রুতই ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশেও করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগীর সন্ধান পাওয়া গেছে।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ছে। ক্রিকেট, ফুটবলসহ অনেক ইভেন্টের খেলা স্থগিত হয়েছে। আগামী ২১ ও ২২ মার্চ ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষীকী উপলক্ষে অনুষ্ঠিতব্য এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচও ইতিমধ্যে স্থগিত করা হয়েছে।
করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই আগামী রোববার থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট।
এ ব্যাপারে বুধবার মিরপুরে সংবাদ মাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, প্রিমিয়ার লিগের ম্যাচে তো এমনিতেই দর্শক বেশি হয় না। তার পরও আমাদের চেষ্টা থাকবে মাঠে যেন বেশি দর্শক না হয়। খেলা চালিয়ে নেয়া হবে।