জন্মদিন দুই-তিনটি হলেই তো মজা: মুশফিক
গুগল, উইকিপিডিয়া ও ক্রিকইনফো আর ক্রিকবাজে দেয়া তথ্যানুযায়ী জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের জন্মদিন ৯ জুন, ১৯৮৭।
অথচ শনিবার অর্থাৎ ৯ মে দিন শুরুর আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় মুশফিককে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়েছেন ভক্ত-অনুরাগীরা।
ভুল কি তবে ভক্তরাই করলেন, নাকি উইকিপিডিয়া? ক্রিকইনফো ৯ মে কে এক মাস পিছিয়ে ফেলেছে ভুল করে!
বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে পড়ে যান ক্রিকেটপ্রেমীরা।
অবশেষে সেই বিভ্রান্তির অবসান ঘটিয়েছেন মুশফিক নিজেই।
তিনি জানালেন ৯ জুন নয়; ৯ মে-ই তার জন্মদিন।
শনিবার নিজের ব্যাট নিলামের আনুষ্ঠানিক সূচনায় ফেসবুক লাইভে যোগ দিয়ে বিষয়টি পরিষ্কার করেন মুশফিকুর রহিম।
লাইভে দুটি জন্মদিনের বিষয়ে জানতে চাওয়া হলে রসিকতা করেন মুশফিক– ‘জন্মদিন দুই-তিনটি হলেই তো মজা। ঘটা করে কয়েকটি জন্মদিনের উৎসব পালন করা যায়।’
এর পরেই হেসে জবাব দেন তিনি, ‘আসলে আমার জন্ম তারিখ ৯ মে। তবে একটি ছোট্ট ভুল বোঝাবুঝির কারণে তা ৯ জুন লেখা হচ্ছে।’
মুশফিক জানান, পাসপোর্ট নবায়নের কাগজপত্র তৈরির সময় এ ভুলটি হয়েছে। ওই সময় তিনি নিজে উপস্থিত না থাকায় পাসপোর্টের তথ্যে জন্ম তারিখ বসাতে এই ভুল হয়ে গেছে।
তিনি বলেন, পাসপোর্টে ভুল থাকলেও আমার জাতীয় পরিচয়পত্রে ঠিকই ৯ মে লেখা আছে। তবে খুব শিগগির ভুলটা সংশোধন করে নেব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জন্মদিন দুই-তিনটি হলেই তো মজা: মুশফিক
গুগল, উইকিপিডিয়া ও ক্রিকইনফো আর ক্রিকবাজে দেয়া তথ্যানুযায়ী জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের জন্মদিন ৯ জুন, ১৯৮৭।
অথচ শনিবার অর্থাৎ ৯ মে দিন শুরুর আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় মুশফিককে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়েছেন ভক্ত-অনুরাগীরা।
ভুল কি তবে ভক্তরাই করলেন, নাকি উইকিপিডিয়া? ক্রিকইনফো ৯ মে কে এক মাস পিছিয়ে ফেলেছে ভুল করে!
বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে পড়ে যান ক্রিকেটপ্রেমীরা।
অবশেষে সেই বিভ্রান্তির অবসান ঘটিয়েছেন মুশফিক নিজেই।
তিনি জানালেন ৯ জুন নয়; ৯ মে-ই তার জন্মদিন।
শনিবার নিজের ব্যাট নিলামের আনুষ্ঠানিক সূচনায় ফেসবুক লাইভে যোগ দিয়ে বিষয়টি পরিষ্কার করেন মুশফিকুর রহিম।
লাইভে দুটি জন্মদিনের বিষয়ে জানতে চাওয়া হলে রসিকতা করেন মুশফিক– ‘জন্মদিন দুই-তিনটি হলেই তো মজা। ঘটা করে কয়েকটি জন্মদিনের উৎসব পালন করা যায়।’
এর পরেই হেসে জবাব দেন তিনি, ‘আসলে আমার জন্ম তারিখ ৯ মে। তবে একটি ছোট্ট ভুল বোঝাবুঝির কারণে তা ৯ জুন লেখা হচ্ছে।’
মুশফিক জানান, পাসপোর্ট নবায়নের কাগজপত্র তৈরির সময় এ ভুলটি হয়েছে। ওই সময় তিনি নিজে উপস্থিত না থাকায় পাসপোর্টের তথ্যে জন্ম তারিখ বসাতে এই ভুল হয়ে গেছে।
তিনি বলেন, পাসপোর্টে ভুল থাকলেও আমার জাতীয় পরিচয়পত্রে ঠিকই ৯ মে লেখা আছে। তবে খুব শিগগির ভুলটা সংশোধন করে নেব।