দর্শকশূন্য স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে ওয়াসিম
স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২০, ২০:৩২:৩৭ | অনলাইন সংস্করণ
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতেই ক্রিকেট বিশ্লেষকদের অনেকে দর্শকশূন্য স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছেন। তবে তাদের সেই প্রস্তাবে রাজি নন ওয়াসিম আকরাম।
পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেছেন, আমার ব্যক্তিগত মত হল দর্শক ছাড়া আপনি কীভাবে একটি বিশ্বকাপ আয়োজন করবেন! দর্শকরাইতো ক্রিকেটের প্রাণ। দর্শক ছাড়া মাঠে খেলতে ক্রিকেটাররাও সাচ্ছন্দ্য বোধ করবে না।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম আরও বলেছেন, বিশ্বকাপ হল বিশাল জনতার খেলা, বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকরা খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। তারা ক্রিকেটারদের সমর্থন করে থাকেন। কিন্তু বিশ্বকাপ যদি দর্শকশূন্য স্টেডিয়ামে হয় তাহলে তারা খেলা দেখার সুযোগ হারাবে। আমার মনে হয় করোনা সংক্রমণ কমলে আইসিসি একটা উপযুক্ত সময়ে বিশ্বকাপ আয়োজন করতে পারে।
দীর্ঘদিন ধরেই ক্রিকেট বলে লালা ব্যবহারের প্রচলন হয়ে আসছে। তবে করোনা ছোঁয়াচে রোগ হওয়ায় এখন লালা ব্যবহারেও শঙ্কা দেখা দিয়েছে। যে কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি লালার পরিবর্তে ঘাম ব্যবহারের অনুমতি দিয়েছে।
এ ব্যাপারে পাকিস্তানের সাবেক তারকা এ পেসার বলেন, বলটি উজ্জ্বল করতে লালা ব্যবহারের যে নিয়ম ছিল তা নিষিদ্ধ করে আইসিসি ঘামের অনুমতি দিয়েছে। কিন্তু লালা দিয়ে যেভাবে বল চকচকে রাখা যায় তা ঘাম দিয়ে সম্ভব হবে না। আমি মনে করি এ ব্যাপারে আইসিসির আরও বিকল্প খোঁজা উচিত।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দর্শকশূন্য স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে ওয়াসিম
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতেই ক্রিকেট বিশ্লেষকদের অনেকে দর্শকশূন্য স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছেন। তবে তাদের সেই প্রস্তাবে রাজি নন ওয়াসিম আকরাম।
পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেছেন, আমার ব্যক্তিগত মত হল দর্শক ছাড়া আপনি কীভাবে একটি বিশ্বকাপ আয়োজন করবেন! দর্শকরাইতো ক্রিকেটের প্রাণ। দর্শক ছাড়া মাঠে খেলতে ক্রিকেটাররাও সাচ্ছন্দ্য বোধ করবে না।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম আরও বলেছেন, বিশ্বকাপ হল বিশাল জনতার খেলা, বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকরা খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। তারা ক্রিকেটারদের সমর্থন করে থাকেন। কিন্তু বিশ্বকাপ যদি দর্শকশূন্য স্টেডিয়ামে হয় তাহলে তারা খেলা দেখার সুযোগ হারাবে। আমার মনে হয় করোনা সংক্রমণ কমলে আইসিসি একটা উপযুক্ত সময়ে বিশ্বকাপ আয়োজন করতে পারে।
দীর্ঘদিন ধরেই ক্রিকেট বলে লালা ব্যবহারের প্রচলন হয়ে আসছে। তবে করোনা ছোঁয়াচে রোগ হওয়ায় এখন লালা ব্যবহারেও শঙ্কা দেখা দিয়েছে। যে কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি লালার পরিবর্তে ঘাম ব্যবহারের অনুমতি দিয়েছে।
এ ব্যাপারে পাকিস্তানের সাবেক তারকা এ পেসার বলেন, বলটি উজ্জ্বল করতে লালা ব্যবহারের যে নিয়ম ছিল তা নিষিদ্ধ করে আইসিসি ঘামের অনুমতি দিয়েছে। কিন্তু লালা দিয়ে যেভাবে বল চকচকে রাখা যায় তা ঘাম দিয়ে সম্ভব হবে না। আমি মনে করি এ ব্যাপারে আইসিসির আরও বিকল্প খোঁজা উচিত।