সুয়ারেজের গোলে মাদ্রিদ থেকে ১ পয়েন্ট দূরে বার্সেলোনা
অনলাইন ডেস্ক
০৯ জুলাই ২০২০, ১২:৩৬:১৭ | অনলাইন সংস্করণ
করোনা বিরতির পর খেলায় ফিরে ৭ ম্যাচে তিন ড্র করায় শিরোপা স্বপ্ন ফিকে যাচ্ছিল কাতালানদের।
চোখের পলকেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৭ পয়েন্ট এগিয়ে গিয়েছিল। নিজেকে প্রমাণ করতে পারছিলেন না পর্তুগিজ তারকা লুইস সুয়ারেজ।
এবার সেই সুয়ারেজের গোলেই ফের শিরোপার লড়াইয়ে টিকে থাকল বার্সেলোনা। মাদ্রিদকে ছুঁতে এখন মাত্র ১ পয়েন্ট দূরে মেসিরা।
বুধবার রাতে জোড়া লাল কার্ড দেখানোর দিনে উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের একমাত্র গোলে এসপানিওলকে হারাল বার্সা।
প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতে খেলতে নেমে বদলি খেলোয়াড় হিসাবে মাঠে নামা বার্সার আনসু ফাতি পাঁচ মিনিটেই প্রতিপক্ষ ডিফেন্ডারকে ফাউল করেন। রেফারি তাকে প্রথমে হলুদ কার্ড দেখান। পরে ভিএআর দিয়ে চেক করে দেয়া হয় লাল কার্ড।
এর মিনিট তিনেক পরে যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এবার ঘটনার নায়ক এসপানিওলের মিডফিল্ডার পল লোজানো। জেরার্ড পিকেকে ফাউল করে প্রথমে দেখেন হলুদ কার্ড। এরপর আনসু ফাতির মতো লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন পল।
এ দুই জোড়া লাল কার্ড ঘটনার পরপরই জয়সূচক গোলটি করেন সুয়ারেজ।
ম্যাচের ৫৬ মিনিটের সময় মেসির শট ঠেকিয়ে দেন এসপানিওল গোলরক্ষক। ফিরতি বলে জালের ঠিকানা খুঁজে নেন সুয়ারেজ।
চলতি লিগে এটি তার ১৫তম গোল। আর সবমিলিয়ে বার্সেলোনার জার্সি গায়ে সুয়ারেজের মোট গোলসংখ্যা দাঁড়াল ১৯৫।
ম্যাচের বাকি সময় আর কোনো বল জালে জড়ায়নি। ১-০ তে জয় নিয়ে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে বার্সেলোনা।
এ জয়ের পর ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানেই রয়ে গেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়ালের সংগ্রহ ৭৭ পয়েন্ট। অন্যদিকে ৩৫ ম্যাচে মাত্র ২৪ পয়েন্ট জমা করতে পেরেছে এসপানিওল।
তথ্যসূত্র: গোল ডট কম
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সুয়ারেজের গোলে মাদ্রিদ থেকে ১ পয়েন্ট দূরে বার্সেলোনা
করোনা বিরতির পর খেলায় ফিরে ৭ ম্যাচে তিন ড্র করায় শিরোপা স্বপ্ন ফিকে যাচ্ছিল কাতালানদের।
চোখের পলকেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৭ পয়েন্ট এগিয়ে গিয়েছিল। নিজেকে প্রমাণ করতে পারছিলেন না পর্তুগিজ তারকা লুইস সুয়ারেজ।
এবার সেই সুয়ারেজের গোলেই ফের শিরোপার লড়াইয়ে টিকে থাকল বার্সেলোনা। মাদ্রিদকে ছুঁতে এখন মাত্র ১ পয়েন্ট দূরে মেসিরা।
বুধবার রাতে জোড়া লাল কার্ড দেখানোর দিনে উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের একমাত্র গোলে এসপানিওলকে হারাল বার্সা।
প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতে খেলতে নেমে বদলি খেলোয়াড় হিসাবে মাঠে নামা বার্সার আনসু ফাতি পাঁচ মিনিটেই প্রতিপক্ষ ডিফেন্ডারকে ফাউল করেন। রেফারি তাকে প্রথমে হলুদ কার্ড দেখান। পরে ভিএআর দিয়ে চেক করে দেয়া হয় লাল কার্ড।
এর মিনিট তিনেক পরে যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এবার ঘটনার নায়ক এসপানিওলের মিডফিল্ডার পল লোজানো। জেরার্ড পিকেকে ফাউল করে প্রথমে দেখেন হলুদ কার্ড। এরপর আনসু ফাতির মতো লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন পল।
এ দুই জোড়া লাল কার্ড ঘটনার পরপরই জয়সূচক গোলটি করেন সুয়ারেজ।
ম্যাচের ৫৬ মিনিটের সময় মেসির শট ঠেকিয়ে দেন এসপানিওল গোলরক্ষক। ফিরতি বলে জালের ঠিকানা খুঁজে নেন সুয়ারেজ।
চলতি লিগে এটি তার ১৫তম গোল। আর সবমিলিয়ে বার্সেলোনার জার্সি গায়ে সুয়ারেজের মোট গোলসংখ্যা দাঁড়াল ১৯৫।
ম্যাচের বাকি সময় আর কোনো বল জালে জড়ায়নি। ১-০ তে জয় নিয়ে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে বার্সেলোনা।
এ জয়ের পর ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানেই রয়ে গেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়ালের সংগ্রহ ৭৭ পয়েন্ট। অন্যদিকে ৩৫ ম্যাচে মাত্র ২৪ পয়েন্ট জমা করতে পেরেছে এসপানিওল।
তথ্যসূত্র: গোল ডট কম